মুন্সিগন্জ উপজেলার, গুয়াগাছিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডের বাসিন্দা , মৃত আব্দুল বাতেন সরকারের ছেলে ঝাক ও গজার মাছের ইনপুট ব্যবসায়ী রিপন সরকারকে,গতকাল ১৫ ইং মার্চ( শুক্রবার) রাত আনুমানিক ১২টা থেকে ১টার সময়, মতলব উত্তর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের শাহ সোলেমান লেংটার মাজারের উদ্দেশ্য রওয়ানা হলে বেলতলি চৌরাস্তা মোড়ে পূর্বপরিকল্পিত ভাবে উৎ পেতে থাকা,
ভবেরচর আব্দুল্লাহ পুর গ্রামের মাদক সম্রাট ডজন খানেক মাদক ও মার্ডার মামলার পলাতক আসামী লিটনের ভাড়াটে গুন্ডাবাহিনী ৮ থেকে ১০ জন সন্ত্রাসী বাহিনী অতর্কিতভাবে হামলা চালায় পূর্ব পরিকল্পিত ভাবে হত্যার উদ্দেশ্যে আক্রমন করেন।
গুয়াগাছিয়ার বাসিন্দা মাহফুজ শিকদারের ছেলে সুজন জানান, গতকাল রাত ১০ টার সময় আমাকে মতলব উত্তরে শাহ সোলেমান লেংটার মাজারে যাওয়ার উদ্দেশ্য প্রস্তাব করলে, আমি সহ ৮থেকে১০ জন একটি পিকআপ যোগে মতলবে রওয়ানা হই। পরে রাত ১২ টার সময় বেলতলি মোড়ে পৌছালে, আমার সাথে থাকা সহযোগীরা হঠাৎ করে আমি কিছু না বুঝার আগে আমার গ্রামের মামা সম্পর্কীয় রিপন সরকারের উপর হামলা করার চেষ্টা করেন।
আমার সাথে থাকা সহকর্মীরা, পরে আমি কিছু বুজতে না পেরে ভয়ে একটি নির্জন স্থানে পালিয়ে থাকি।এবং আশেপাশে লোকজন এসে পরলে আমার সাথে থাকা বড় বাবু, ছোট বাবু, বড় শামীম, ছোট শামীম, আউয়াল, রাশেদ সহ আক্রমন কারী সকলেই ঢাকার মানিকনগর ১৯ কাটার অস্থায়ী বাসিন্দা।
( ১)বাবু ওরফে ছোটবাবু, (২) বাবু ওরফে ছোট বাবু,(৩) আউয়াল (৪)সজিব (৫) শামীম ওয়ফে ছোট শামীম (৬) শামীম ওরফে বড় শামীম (৭) রাশেদ সহ অজ্ঞাতনামা দুই তিনজন আমাকে রেখে পালিয়ে যায়।পরে আমাকে উদ্ধার করে রিপন মামা আমাকে নিরাপদ স্থানে নিয়ে আসেন।
এ বিষয়ে এলাকাবাসী বলেন, এই লিটন হচ্ছে, কুখ্যাত মাদক ব্যবসায়ী, মাদক সম্রাট, ও বিভিন্ন চুরি-ডাকাতের সাথে জড়িত, ওর অত্যাচারে অতিষ্ঠ এলাকাবাসী, এলাকাবাসী জানান, এই মাদকসম্রাট লিটনের নামে থানায় একাধিক মামলা রয়েছে, মুন্সিগঞ্জ গজারিয়া থানায়, মামলা নং ০৮, ১৯৯০ সনের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ১৯ (১)এর ৯ এর (গ) নারায়ণগঞ্জ থানার মামলা নং -১৮, ২০১০ সালের, আইনশৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইনের, ২০০২এর সংশোধিত ২০০৯ ,এর ধারায়,ও ডিএমপি তুরাগ থানার মামলা নং ০৫,২০২১ সালে মামলা হয়, ও গজারিয়া থানার মামলা নং _২৮, ২০২২ সালে, মামলার,দ্বারা,হল,১৪৩,১৪৪,১৮৬,৩০৭,৩৩৩,৩৫৩,৩২৯,ও ৩৪ দাঁড়ায় মামলা হয়,ও গজারিয়া থানার মামলা নং ২৫, ও গজারিয়া থানায়, আরো একটি মামলা দায়ের করা হয় মামলার নাম্বার, ২৪, তারিখ,২০/০১/২০২২, ও মতলব উত্তর থানায় দুইটি মামলা হয়। মামলার নাম্বার হলো, ০৫, তারিখ ৯/১/২০২৩/ ও মতলব উত্তর থানার মামলা নাম্বার,১১, তারিখ ১৪/০২/২০২৩, আরেকটি মামলার নাম্বার হল, ০৮, তারিখ ১০/৯/২০১৮, সবগুলি মামলা হয় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে, তবে জানা যায় মাদক সম্রাট লিটনের এক ডজনের ও বেশি মামলা রয়েছে,এবং স্থানিয় লোকজনের উপস্হিতি টের পেয়ে সেখান থেকে তারা পালিয়ে যান।
তবে এলাকাবাসীর জোর দাবি, এই মাদকসম্রাট লিটনের হাত থেকে যুব সমাজকে বাঁচাতে হলে, লিটন কে দ্রুত আইনের আওতায় এনে, দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান