সাভারের আশুলিয়ায় অবৈধ ভাবে ফসলি জমির মাটি কেটে বিক্রি করার অভিযোগে দুই জনকে আটক করে নগদ এক লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে মাটিসহ দুটি ড্রাম ট্রাকও জব্দ করা হয়েছে।
শুক্রবার (১৫ মার্চ) সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের রাঙামাটির মেশিনপাড় এলাকায় এ সাঁড়াশি অভিযান পরিচালনা করেন আশুলিয়া রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশরাফুর রহমান সোহাগ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, দীর্ঘদিন ধরে রাঙামাটির মেশিনপাড় এলাকায় রবি নামের এক যুবক ক্ষমতার দাপট দেখিয়ে কৃষকদের
ফসলি জমি বিলীন করে মাটি কেটে ইট ভাটায় বিক্রি করে আসছিল। পরে আজ এলাকাবাসীর অভিযোগ শুনে সেখানে তিনি পুলিশ নিয়ে অভিযান চালান। এসময় নির্বাহী ম্যাজিষ্ট্রেটের উপস্থিতির টের পেয়ে মাটি খেকো রবি পালিয়ে যায়। পরে রবির দুই ড্রাম ট্রাক চালক রমজান আলী ও জহিরুল ইসলামকে বালুমহাল ও মাটি কাটার অপরাধে নগদ এক লক্ষ ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আরও জানান, নতুন করে কেউ ফসলি জমির মাটি কাটলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।