চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল কোর্টের অভিযানে তিন দোকানীকে অর্থদণ্ড করা হয়েছে। বুধবার (১৩ মার্চ) বিকালে উপজেলার শুকলালহাট বাজারে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম মনিটরিং এর অংশ হিসেবে এই মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট আলাউদ্দিন। এ সময় দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, মোড়ক বিহীন পণ্য বিক্রয়, ফ্রিজে পঁচা খাবার সংরক্ষণের অপরাধে মহসিন স্টোরকে ১০ হাজার টাকা, সালাউদ্দিন স্টোরকে ১৫ হাজার টাকা ও হারুন স্টোরকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট আলাউদ্দিন বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রি নিশ্চিত করতে বিভিন্ন দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় তিনটি দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, মোড়ক বিহীন পণ্য বিক্রি এবং ফ্রিজে পঁচা খাবার সংরক্ষণের দায়ে তিনটি মামলায় মোট ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়াও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় দ্রব্য, সবজি ও মাছের মূল্য পরিদর্শন করে একাধিক নির্দেশনা প্রদান করা হয়। জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে। অভিযানে সার্বিক সহযোগীতায় ছিলেন সীতাকুণ্ড উপজেলা মৎস্য অফিসার কামাল উদ্দিন চৌধুরী, উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর শংকর প্রসাদ বিশ্বাস সহ সীতাকুণ্ড থানা পুলিশের সদস্যবৃন্দ।