দৈনিক দেশ রুপান্তরের নকলা উপজেলা প্রতিনিধি শফিউজ্জামান রানার বিরুদ্ধে মিথ্যা ও হয়রানীমূলক মামলা প্রত্যাহার এবং ইউএনও সাদিয়া উম্মুল বানিন ও এসিল্যান্ড মোঃ শিহাবুল আরিফের বিভাগীয় বিচারের দাবিতে কিশোরগঞ্জর ভৈরবে ঘন্টা ব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখার আয়োজনে আজ বুধবার (১৩ মার্চ) দুপুরে ঢাকা- সিলেট মহাসড়কের ভৈরব দূর্জয়মোড়ে মানব বন্ধনে জিটিভির ভৈরব প্রতিনিধি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন ভৈরব উপজেলা শাখার সভাপতি এম এ হালিম এর সভাপতিত্বে উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের সিনিয়র সহ- সভাপতি এম আর ওয়াসিম, সাধারণ সম্পাদক ছাবির উদ্দিন রাজু, বিজয় টিভির ভৈরব প্রতিনিধি ও সংগঠনের সাংগঠনিক সম্পাদক সোহান রহমান, সাপ্তাহিক অবলম্বন পত্রিকার বার্তা সম্পাদক শামিম আহমেদ, সংবাদ পাতা পত্রিকার নির্বাহী সম্পাদক আনোয়ার পারভেজ প্রমূখ।
এ সময় বক্তারা বলেন, তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে ও ইউএনও এসিল্যান্ডের রোষানলে পড়তে হয়েছে শফিউজ্জামান রানাকে। তাকে মিথ্যা মামলা দিয়ে জেলে পাঠিয়ে ক্ষমতার অপব্যবহার করেছে। আমরা তার বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং ইউএনও – এসিল্যান্ডের বিরুদ্ধে বিচার বিভাগীয় শাস্তির দাবী জানাই সরকারের কাছে। তা না হলে সারাদেশের সাংবাদিকরা কঠোর কর্মসূচী পালন করতে বাধ্য হবে।