ঢাকামঙ্গলবার , ১২ মার্চ ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মোছাফ্ফাহ সনাতনী গীতা সংঘে শিব চতুর্দশী উদযাপন

প্রতিবেদক
majedur
মার্চ ১২, ২০২৪ ৮:৩৯ অপরাহ্ণ
Link Copied!

 

সংযুক্ত আরব আমিরাতে সাতটি প্রদেশে সকল মন্দিরে সনাতনীদের অন্যতম প্রধান উৎসব শিবরাত্রি উদযাপিত হয়।
গত শুক্রবার (৮ই মার্চ ২০২৪ ইং), ফাল্গুন মাসের কৃষ্ণ পক্ষের চতুর্দশী তিথি ছিল মহাশিবরাত্রি। ঐ দিন হল হিন্দুধর্মের সর্বোচ্চ আরাধ্য দেবাদিদেব মহাদেব ‘শিবের মহা রাত্রি’। শিব পুরাণ অনুসারে, এই রাত্রেই শিব সৃষ্টি, স্থিতি ও প্রলয়ের মহা তাণ্ডব নৃত্য করেছিলেন। আবার এই রাত্রেই শিব ও পার্বতীর বিয়ে হয়েছিল। অন্ধকার আর অজ্ঞতা দূর করার জন্য এই ব্রত পালিত হয়। এইদিন শিবলিঙ্গে গঙ্গাজল, দুধ, বেলপাতা, ফুল দিয়ে পূজা করা হয়। আবুধাবির শিল্প নগরী মুসাফ্ফাহ সানাইয়া ১২ নং “মুসাফ্ফাহ সনাতনী গীতা সংঘ” এর উদ্যোগে ২ দিন ব্যাপী মহাদেব শিবের পূজা, অভিষেক, দ্বীপ প্রজ্জ্বলন এবং মনোজ্ঞ ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে মুছাফ্ফাহ সহ আবুধাবি, বানিয়াছ, শাহামা থেকে প্রায় চার শতাধিক ভক্ত উপস্থিত ছিলেন। অসময়ে উপস্থিত ছিলেন মন্দির পরিচালনা কমিটির সদস্য প্রমোদ পাল, সাংবাদিক সনজিত কুমার শীল, প্রদীপ দত্ত, অপু চন্দ্র দাশ, তিলক কান্তি তালুকদার, দিলীপ দাশ, গোবিন্দ দেবনাথ, প্রিয়তোষ বৈদ্য, রঞ্জিত দেব, মিলন মল্লিক, ভোলা পাল, জনার্দন দাশ, পিন্টু পাল, সুলাল শীল, প্রিয়তোষ দে, নির্মল দাশ, কমল ধর, সাগর কান্তি শীল আবুদাবি জ্যোতি লোকনাথ মন্দিরের সাধারণ সম্পাদক দোলন রায় সহ আরো অনেকে। অনুষ্ঠানের শেষে বিশ্বের সকলের মঙ্গল কামনায় নাম সংকীর্তন এর মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।

Don`t copy text!