জাতীয় স্তরে ভালো ফলাফলের জন্য অনেক আশা নিয়ে অসাধ্য সাধন করে জেলা থেকে রাজ্য,রাজ্য থেকে দেশ,অবশেষে বিদেশে পারি দিয়েছিল প্রান্তিক এলাকার প্রত্যন্ত গাঁয়ের কিছু ক্যারাটে পাগল ছেলে। তাদের মনের মধ্যে একটা জেদ ও এই ভালো ফলাফলের জন্য তারা সুযোগ পেয়েছিল নেপালে আন্তর্জাতিক মানের ক্যারাটে প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য ৷ ৮- ৯ মার্চে দ্বিতীয় গৌতম বুদ্ধ আন্তর্জাতিক ওপেন ক্যারাটে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়৷ নেপালে এই ক্যারাটে চ্যাম্পিয়নশিপে তৌফিক ইসলাম সিপাই এবং এস এম অসীম ইকবাল দ্বিতীয় স্থান অর্জন করে সিলভার নিয়ে বাড়ি ফিরল দক্ষিণ ২৪ পরগনা জেলার মগরাহাট পশ্চিমের উস্থি থানার অন্তর্গত অত্যন্ত দরিদ্র পরিবারের ঘোলা নোয়াপারার বাসিন্দা এস এম অসীম ইকবাল ও কারবালার বাসিন্দা তৌফিক ইসলাম সিপাই। মার্চ মাসের ৮- ৯ তারিখ এ শুরু হয়েছিল নেপালে দ্বিতীয় গৌতম বুদ্ধ আন্তর্জাতিক ওপেন ক্যারাটে চ্যাম্পিয়নশিপ 2023 ৷ যার সমাপ্তি ঘটে ৯ তারিখে । সেখানে সিনিয়র দুটো প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন ভারত সহ সাতটি দেশ ৷ তাদের মধ্যে সিনিয়র বিভাগে তৌফিক ইসলাম ও এস এম অসীম ইকবাল দ্বিতীয় স্থান হয়ে বাড়ি ফিরলেন। মঙ্গলবার রাজ্যে ফেরে বিজয়ীরা শিয়ালদাহ লোকাল ট্রেনে দেউলা স্টেশনে নামতেই তাদের পুষ্পস্তবক ও মালা দিয়ে বরণ করে নেওযা হয় ৷ ক্যারাটে খেলার সঙ্গী ও পরিবারের লোকজন এ দিন স্বাগত জানায় দু’জনকে। তৌফিক ইসলাম সিপাই ও এস এম অসীম ইকবাল বলেন এই খেলায় বিভিন্ন দেশ থেকে অংশগ্রহণ করেছিল ৷ তাদের মধ্যে আমরা দ্বিতীয় স্থান অধিকার করেছি এবং সিলভার মেডেল পেয়েছি।আগামিদিনে ভালোভাবে প্রস্তুতি নিয়ে এই খেলায় আবার অংশগ্রহণ করব আমরা এবং প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল নিয়ে আসব।