সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ঐতিহাসিক শিবচতুর্দশী মেলা উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ড চন্দ্রনাথধাম দর্শনে তীর্থ যাত্রীদের ঢল নেমেছে। দেশ-বিদেশের লক্ষ লক্ষ তীর্থযাত্রীদের সমাগমে মুখরিত হয়ে উঠেছে এই পুণ্যপীঠ। পঞ্জিকা অনুযায়ী, শুক্রবার (৮ মার্চ) শিবচতুর্দশী তিথি রাত ৮টা ৩৫ মিনিট ৪৫ সেকেন্ডে শুরু হয়ে শনিবার সন্ধ্যা ৬টা ২৩ মিনিট পর্যন্ত থাকবে। এর আগে থেকেই প্রায় ১২শ ফুট উঁচুতে পাহাড় চূড়ায় চন্দ্রনাথ মন্দির, স্বয়ম্ভুনাথ মন্দির, বীরূপাক্ষ মন্দিরে শিব দর্শন করছেন পুণ্যার্থীরা। মন্দিরে যাওয়ার আগে ব্যাসকুণ্ডে স্নান করেন ভক্তরা। প্রতিবছর ফাল্গুন মাসের শিবচতুর্দশী তিথিতে এখানে তিনদিনের মেলা বসে। এবারের মেলায় প্রায় ২০ লক্ষ তীর্থযাত্রীর সমাগম হবে বলে ধারণা করছেন মেলা আয়োজক কমিটি। গত শুক্রবার বিকালে সীতাকুণ্ড মেলা কমিটির কার্যালয়ে তিন দিনব্যাপী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন চট্টগ্রাম-৪ আসনের সংসদ সদস্য ও মেলা কমিটির প্রধান উপদেষ্টা আলহাজ্ব এস এম আল মামুন। সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন জানান, সীতাকুণ্ডের বাড়বকুণ্ডস্থ বাড়বানল কুণ্ড, চন্দ্রনাথ ধামে ওঠার সড়কপথ, মন্দির সড়কপথ, মন্দির সড়ক থেকে চন্দ্রনাথ ধাম পর্যন্ত এলাকায় বিভিন্ন সংস্তার ৫২৫ জন গোয়েন্দা ও পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। নিরাপত্তায় বসানো হয়েছে পাঁচটি ওয়াচ টাওয়ার। সীতাকুণ্ড মেলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম রফিকুল ইসলাম বলেন, পূণ্যার্থীদের সুবিধার্থে পানির সুব্যবস্থা, ভ্রাম্যমান টয়লেট স্থাপন, বিশ্রামাগার সহ মহিলাদের জন্য শৌচাগারের ব্যবস্থা করা হয়েছে। মন্দির সড়ক উন্নয়নের কাজ চলছে। তাই যাতায়াত করার সময় তীর্থযাত্রীদের সতর্কতা অবলম্বন করতে হবে।