ঢাকাশনিবার , ৯ মার্চ ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সাভারে হার্ডওয়ার ও ইলেকট্রনিক্স দোকানে দুর্ধর্ষ চুরি

প্রতিবেদক
majedur
মার্চ ৯, ২০২৪ ৩:১৮ অপরাহ্ণ
Link Copied!

 

সাভার পৌর ৬নং ওয়ার্ডে এলাকার সিরামিক্স বাজারের খান সুপার মার্কেট এর তাসনিম হার্ডওয়ার ও ইলেকট্রনিক্সের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।গত (৪ মার্চ ) রাতে ১.৫৩ মিনিট খান সুপার মার্কেট সংলগ্ন তাসনিম হার্ডওয়ার ও ইলেকট্রনিক্সে এ ঘটনা ঘটে।

এক যুবক সাভার পৌর এলাকার সিরামিক্স বাজারের একটি দোকানের ও গোডাউনের উপরের টিনের চালা কেটে ভেতরে প্রবেশ করে। এরপর ওই দোকানের ইলেকট্রনিকের ক্যাবল ৩৫ কয়েল ও নগদ ২ লাখ ৭২ হাজার টাকা নিয়ে পালিয়ে যায় যুবকটি। সাভারে বাণিজ্যিক এলাকায় তাসনিম হার্ডওয়ার ও ইলেক্ট্রনিকের দোকানে এই চুরির ঘটনাটি সিসি ক্যামেরার ফুটেজে দৃশ্যটি ধরা পড়ে।

এালাকাবাসী জানান, সাম্প্রতিক সময়ে সাভারে চুরি-ডাকাতির ঘটনা বেড়ে গেছে।

গত কয়েকদিন ধরে আবারও চুরি-ডাকাতি বেড়ে যাওয়ায় মানুষের মাঝে আতঙ্ক দেখা দিয়েছে। সাভারের বিভিন্ন এলাকার মতো স্থানে এমন চুরির ঘটনায় অবাক ব্যবসায়ীরা।

বিষয়টি নিশ্চিত করে সাভার থানা পুলিশের এসআই মোঃ জহরুল ইসলাম বলেন, অভিযোগ পেয়েছি এটা নিয়ে কাজ চলতাছে।

Don`t copy text!