একশ দিনের কাজ ও আবাস যোজনা টাকার দাবিতে ১০ মার্চ কলকাতার ব্রিগেডের সভাকে সফল করতে এদিন বিকালে পশ্চিম বঙ্গে দক্ষিণ ২৪ পরগনা জেলা তে ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষন সামীম আহমেদ এর ব্যবস্থাপনায় ২নম্বর ব্লক সরিষাতে কয়েক হাজার তৃণমুল কংগ্রেসের কর্মী সমর্থক পথ মিছিলের পাশাপাশি অনুষ্ঠিত হলো জনগর্জন প্রস্তুতি সভা। অনুষ্ঠিত জনগর্জন সভায় উপস্থিত স্থানীয় বিধায়ক পান্নালাল হালদার, ডায়মন্ড হারবার বিধানসভার পর্যবেক্ষন সামীম আহমেদ,২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন,জেলার মহিলা সভানেত্রী মনমহিনি বিশ্বাস,২ নম্বর ব্লক যুব সভাপতি মাহবুবার রহমান গায়েন,কৃষাণ সেলের সভাপতি নীতিশ মোদক,শ্রমিক সংগঠনের সভাপতি হাসিবুল মোল্লা,শিক্ষক নেতা শশাঙ্ক পুরকাইত, ডলি কয়াল সহ অন্যান্য সকল নেতৃত্ব মূলত বিজেপি সরকারের বিরুদ্ধে একরাশ ক্ষোভ প্রকাশ করেন। ডায়মন্ড হারবার ২ নম্বর ব্লক সভাপতি অরুময় গায়েন জানান বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা বসত আমাদের রাজ্যের গরিব মানুষের ১০০ দিনের টাকা বন্ধ করে দিয়েছে আবাস যোজনার টাকা দিচ্ছে না। এর বিরুদ্ধে সকলকে এক জোট হয়ে প্রতিবাদ করতে হবে। বিধায়ক পান্নালাল হালদার তিনি বলেন বিজেপির এ রাজনৈতিক প্রতিহিংসার জবাব আমরা ভোট বাক্সে দেবো। বিধানসভার পর্যবেক্ষন সামীম আহমেদ ২নম্বর ব্লকের সকল মানুষকে কলকাতায় ১০ মার্চের জনকর্জন সভায় উপস্থিত থাকার জন্য অনুরোধ করেন।