ঢাকাবৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে অনুমোদনবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির দোকানে মোবাইল কোর্টের অভিযান

প্রতিবেদক
majedur
মার্চ ৭, ২০২৪ ২:২৮ অপরাহ্ণ
Link Copied!

 

“যত্রতত্র গ্যাস সিলিন্ডার বিক্রি দুর্ঘটনার ঝুঁকি” এই শিরোনামে আজকের বিজনেস বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশের পর চট্টগ্রামের সীতাকুণ্ড বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করেছে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন। বুধবার (৬ মার্চ) বিকেল ৪টার দিকে সীতাকুণ্ড বাজারে একাধিক দোকানে এ মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেস্ট আলাউদ্দিন। এসময় সীতাকুণ্ড বাজারে অনুমোদনবিহীনভাবে গ্যাস সিলিন্ডার বিক্রি, সংরক্ষণ এর অপরাধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বিভিন্ন অপরাধে ৭টি মামলায় ৪৯ হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে। ফায়ার সার্ভিসের সনদ না থাকায় ও অনুমোদনবিহীনভাবে গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে মেসার্স জে এ এন্টারপ্রাইজ কে ৫ হাজার টাকা, প্রয়োজনীয় সেইফটি সামগ্রী না থাকায় এবং ফুটপাত দখল করে খাবার বিক্রি করার অপরাধে মায়াবী রেস্তোরাঁ কে ৮ হাজার টাকা, ফ্রিজে অপরিষ্কার অবস্থায় খাবার সামগ্রী রাখা এবং প্রয়োজনীয় ফায়ার সেইফটি না থাকায় ভাই ভাই হোটেল কে ৮ হাজার টাকা, কলেজ রোড এলাকায় অবৈধভাবে পার্কিং এর অপরাধে একজন সিএনজি চালক কে ৫শত টাকা, খাবার হোটেলে সেইফটি বিহীন অবস্থায় গ্যাস সিলিন্ডার সংরক্ষণ ও অপরিষ্কার অবস্থায় খাবার পরিবেশনের অপরাধে সাগর হোটেল কে ১০ হাজার টাকা, ব্রয়লার মুরগির দোকানে অনুমোদনবিহীন গ্যাস সিলিন্ডার বিক্রির অপরাধে বেলাল স্টোর কে ৮ হাজার টাকা, ইলেকট্রনিকস এর দোকানে অবৈধভাবে গ্যাস সিলিন্ডার রাখার অপরাধে মেসার্স জাফর স্টোর কে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আলাউদ্দিন বলেন, বুধবার বিকেলে সীতাকুণ্ড বাজারে একাধিক দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এসময় বিভিন্ন অপরাধে ৭টি মামলায় ৪৯ হাজার ৫শত টাকা জরিমানা করা হয় এবং জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে।
উক্ত অভিযানে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মোঃ নুরুল আলম দুলাল, সীতাকুণ্ড ওয়ারহাউস ইন্সপেক্টর মোঃ জাহাঙ্গীর আলম, সীতাকুণ্ড মডেল থানার এসআই গৌতম।

Don`t copy text!