ঢাকাবুধবার , ৬ মার্চ ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে সাংসদ নির্বাচিত ঝর্ণা হাসানকে জেলা আওয়ামী লীগের সংবর্ধনা

প্রতিবেদক
majedur
মার্চ ৬, ২০২৪ ৭:২০ অপরাহ্ণ
Link Copied!

 

দ্বাদশ জাতীয় সংসদ এর সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নির্বাচিত ফরিদপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মিসেস ঝর্ণা হাসনকে সংবর্ধনা দিয়েছে ফরিদপুর জেলা আওয়ামী লীগ।

আজ বুধবার বিকেলে শহরের লাভলু সড়কে এ সংবর্ধনার আয়োজন করা হয়।

উক্ত অনুষ্ঠান শুরুতেই সংসদ এর সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নির্বাচিত মিসেস ঝর্ণা হাসান সহ জেলা আওয়ামী লীগের সভাপতি,সাধারণ সম্পাদক সহ সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা জাতির জনক বঙ্গবন্ধু পুষ্পাঞ্জলীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এরপর ফুল বরণ করেন নেন আওয়ামী লীগের নেতৃবৃন্দরা।

জেলা আওয়ামী লীগের সভাপতি শামীম হকের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইশতিয়াক আরিফ, সহসভাপতি শ্যামল ব্যানার্জী, যুগ্ম সম্পাদক ও পৌর মেয়র অমিতাভ বোস, মহিলা আওয়ামী লীগের সভানেত্রী মাহমুদা বেগম,সহ ছাত্রীলী, যুবলীগ, শ্রমিক লীগ, মহিলা আওয়ামী লীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আবু নাঈম।

সংবর্ধনা অনুষ্ঠানে সংসদ এর সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নির্বাচিত মিসেস ঝর্ণা হাসান
জাতির জনক বঙ্গবন্ধুের জননেত্রী শেখ হাসিনাকে প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, জননেত্রী শেখ হাসিনা আমাকে যে সম্মান প্রদান করেছেন আমি যেন সেই সম্মান ধরে রাখতে পারি, পাশাপাশি আমি সহ ফরিদপুর জেলা আওয়ামী লীগের সকল অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দিদের নিয়ে মিলেমিশে কাজ করতে পারি। আমার এই সম্মান একার না এই সম্মান ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের। কারণ তারা পাশে না থাকলে হয়তোবা আমি কখনো এই জায়গায় আসতে পারতাম না। আমি তাদেরকে বিনয়ের সাথে শ্রদ্ধা ও সম্মান জানাই।
এসময় সর্বস্তরের জনগণকে দলে দলে যোগদান করে সংবর্ধনা অনুষ্ঠান মুখরিত করে তোলেন।

Don`t copy text!