কিশোরগঞ্জের কুলিয়ারচরে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা পিট উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্ত্বরে স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ার (ইউএইচসি)’র বাস্তবায়নে ও কুলিয়ারচর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আদনান আখতারের সার্বিক তত্ত্বাবধানে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা পিট আনুষ্ঠানিক ভাবে ফলক উন্মোচন করে ও ফিতা কেটে শুভ উদ্বোধন করেন প্রধান অতিথি কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ জেলা ডেপুটি সিভিল সার্জন ডা. এস এম তারেক আনাম, কুলিয়ারচর পৌরসভার মেয়র সৈয়দ হাসান সারোয়ার মহসিন, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান সৈয়দ নূরে আলম, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহান, উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. শরীফ, উপজেলা সমাজসেবা অফিসার মো. আবুল খায়ের ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তমাল কান্তি মল্লিক সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।