সোমবার, ২০ মে ২০২৪, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
পাঁচবিবিতে আলোচনার শীর্ষে মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী রাজিনারা টুনি সীতাকুণ্ডে লোকালয় থেকে ব্রিটিশ আমলের গ্রেনেড উদ্ধার নতুন সিনেমায় সোহেল মন্ডল-আইশা খান শুক্রবার সারাদেশে মুক্তি পাচ্ছে ‘সুস্বাগতম’ দাকোপ উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে ২ জনের প্রার্থিতা প্রত্যাহার পাঁচবিবিতে কৃষি মাঠ দিবস অনুষ্ঠিত খুলনার দাকোপের বাজুয়া চুনকুড়ি দাসপাড়ায় পরকিয়ার জের ধরে গৃহবধুর আত্নহত্যার ঘটনার ভিন্ন মত পোষন করেছে শংকর দাস কচুয়ায় তালা মার্কা ভোট চেয়ে বিরামহীন মাঠ চষে বেড়াচ্ছেন সাংবাদিক রাকিবুল হাসান পাঁচবিবিতে উপজেলা নির্বাচনে প্রচারে অংশ নেয়ায় বিএনপির ২ নেতাকে অব্যাহতি দেশে ১১০টি প্রতিবন্ধী সহায়তা সেবা কেন্দ্র রয়েছে: রংপুরে দীপু মনি কালীগঞ্জে স্বদেশ প্রত্যাবর্তন দিবস পালিত পূবাইলে গার্মেন্টস শ্রমিককে পিটিয়ে ছিনতাই রায়পুর উপজেলা নির্বাচনে প্রভাব বিস্তার করায় এমপির বিরুদ্ধে চেয়ারম্যান প্রার্থীর সংবাদ সম্মেলন খুলনার দাকোপের লাউডোব ইউনিয়নের ২০২৪-২৫ উন্মুক্ত বাজেট অধিবেশন অনুষ্ঠিত পাঁচবিবিতে অনাবৃষ্টি জনিত লিচুর ফলন হ্রাস, বাগান মালিকের মাথায় হাত
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

কুড়িগ্রামে প্রথমবারের মতো চর সম্মেলন অনুষ্ঠিত

মোঃ হামিদুল ইসলাম কুড়িগ্রাম জেলা প্রতিনিধি / ১০৩ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বুধবার, ৬ মার্চ, ২০২৪, ৪:০৫ পূর্বাহ্ণ

 

১৬টি নদ-নদীময় জেলা কুড়িগ্রাম। এ জেলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো যুব নেতৃত্বের চর সম্মেলন-২০২৪।

মঙ্গলবার (৫ মার্চ) সদরের যাত্রাপুর ইউনিয়নের চর ইয়ুথনেট ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতায় এবং ইয়ুথনেট নামের পরিবেশ বিষয়ক যুব সংগঠনের আয়োজনে দিনব্যাপী এ চর সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে বক্তারা বলেন, বর্ধিত অভিযোজন অর্থায়নের জন্য আহ্বান জানান। যুব-নেতৃত্বাধীন চর সম্মেলনে স্থানীয়ভাবে নেতৃত্বাধীন অভিযোজন উদ্যোগ, বিশেষ করে ক্ষতি ও ক্ষয়ক্ষতির সঙ্গে ঝাঁপিয়ে পড়া চর সম্প্রদায়গুলিতে জোরদার করার জন্য প্রসারিত তহবিলের জরুরি পদক্ষেপ নেয়াসহ সম্মেলনটি চর সম্প্রদায়ের উপর জলবায়ু পরিবর্তনের গভীর প্রভাব মোকাবেলায় একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম হিসেবে কাজ করে।

পাশাপাশি আগত অতিথিরা ও চরে উপস্থিত বাসিন্দারা স্থিতিস্থাপকতা জোরদার করার জন্য বর্ধিত অর্থায়নের সমালোচনা মূলক প্রয়োজনীয়তার দাবি তোলেন।

দাবিতে,ঝুঁকিপূর্ণ সম্প্রদায়গুলিতে অভিযোজন প্রচেষ্টার কার্যকারিতা সর্বাধিক করতে, বিশেষ করে চর অঞ্চলে বসবাসকারীদের জন্য তহবিলের স্তর এবং প্রকৃত প্রয়োজনীয়তার মধ্যে উল্লেখযোগ্য বৈষম্যের উপর জোর দেয়া হয়। যেখানে বাংলাদেশ অভিযোজন ব্যবস্থার জন্য প্রয়োজনীয় তহবিলের মাত্র ৩% পেয়েছে। যদিও বাংলাদেশ সরকার তার বার্ষিক বাজেটের প্রায় ৭% জলবায়ু অভিযোজনে বরাদ্দ করে, প্রাথমিকভাবে অভ্যন্তরীণ উৎস থেকে, জাতীয় অভিযোজন পরিকল্পনায় উল্লিখিত পরিকল্পিত বৃদ্ধি ব্যয়ের সাতগুণ বৃদ্ধি বাধ্যতামূলক করে।

চর সম্মেলনের আহ্বায়ক সুজন মোহন্ত বলেন, ইউএডাপ্ট প্রকল্পের মাধ্যমে জলবায়ু অভিযোজনে বিশেষ করে চর এলাকায় যুবকদের ক্ষমতায়ন করাকে আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।

গত জুনে ঢাকায় ব্রিটেনের রাজা তৃতীয় চার্লসের জন্মদিন এবং রাজ্যাভিষেক সংবর্ধনা অনুষ্ঠানের আয় থেকে অর্থায়ন করা, প্রকল্পটি জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত তরুণদের ক্ষমতায়নের জন্য ডিজাইন করা হয়েছে। বিশেষ করে চর অঞ্চলে, নদী অববাহিকায় গঠিত প্রাকৃতিক দ্বীপগুলির মানুষদের তাদের অধিকারের ন্যাযত্যা তুলে ধরতে এ সম্মেলনের আয়োজন করেছি।

ইয়ুথনেটের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান জানান, চর সম্মেলন থেকে স্থানীয় অভিযোজন,কৌশল এবং চ্যালেঞ্জের উপর সম্প্রদায়ের দৃষ্টিভঙ্গির উপর আমরা বেশি জোর দিচ্ছি। এ চর সম্মেলন প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার আদায়ে সোচ্চার হতে ভূমিকা রাখবে। আমরা একটি চর ঘোষণা পত্র পাঠ করার মাধ্যমে সরকারের কাছে চরবাসীর দাবি দাওয়া তুলে ধরার চেষ্টা করেছি।’

দিনব্যাপী এ সম্মেলনে উপস্থিত ছিলেন,

কুড়িগ্রাম সদরের যাত্রাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল গফুর, ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশের প্রোগ্রাম ম্যানেজার আব্দুর রহমান,সাংবাদিক শফি খাঁন, ইয়ুথনেটের নির্বাহী সমন্বয়ক সোহানুর রহমান, সেভ দ্য চিলড্রেনের জলবায়ু বিশেষজ্ঞ ওবাইদুল ইসলাম প্রমুখ।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!