ঢাকামঙ্গলবার , ৫ মার্চ ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তর কৃষি উদ্যোক্তাদের এর পক্ষ থেকে উপজেলা কৃষি অফিসার জনাব মো: সালাউদ্দিন কে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান

প্রতিবেদক
majedur
মার্চ ৫, ২০২৪ ১১:২৯ অপরাহ্ণ
Link Copied!

 

চাঁদপুর জেলার মতলব উত্তর উপজেলার সাবেক কৃষি অফিসার জনাব মো: সালাউদ্দিন কে “কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর উপজেলা, চাঁদপুর” এর সৌজন্যে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়। আজ ৫ মার্চ দুপুরে মতলব উত্তর উপজেলা কৃষি অফিসে বর্তমান উপজেলা কৃষি অফিসার ফয়সাল মোহাম্মদ আলী ও কৃষি উদ্যোক্তা পরিষদের কার্যনির্বাহী পরিষদের সদস্যদের উপস্থিতিতে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন কৃষি উদ্যোক্তা পরিষদের সভাপতি মো: আতাউর রহমান সরকার, সাধারণ সম্পাদক মো: শরীফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন আল মামুন, অর্থ সম্পাদক সালাউদ্দিন খাঁন রনি, কৃষি জমি উন্নয়ন ও রক্ষা বিষয়ক সম্পাদক মো: ইসমাইল হোসেন, বীজ ও চারা উৎপাদন, বিপনণ ব্যবস্থাপনা বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান হেলাল শিকদার। তারা বলেন সালাউদ্দিন স্যার দীর্ঘ দিন আমাদের উপজেলায় কর্মরত ছিলেন। তিনি আমাদেরকে আন্তরিকতার সাথে সহযোগিতা ও পরামর্শ দিয়েছেন। কৃষি উদ্যোক্তা পরিষদের উপদেষ্টা ছিলেন। এখনো অনলাইনের মাধ্যমে আমাদের পরামর্শ দিচ্ছেন। আমরা তার প্রতি চির কৃতজ্ঞ। তার ভবিষ্যত সাফল্য, সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করছি।

উল্লেখ্য , উপজেলা কৃষি অফিসার মো: সালাউদ্দিন সাহেবকে গত দীর্ঘ ছয় বছর মতলব উত্তর উপজেলায় কর্মরত থাকার পর গত ১০ এপ্রিল ২০২৩ কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর প্রজ্ঞাপন অনুযায়ী উধ্বতন প্রশিক্ষক হিসাবে এটি আই হোমনায় বদলি করা হয়। তারপর উপজেলা কৃষি অফিসার হিসাবে মোতাহার হোসেন নিযুক্ত হন। কৃষি উদ্যোক্তা পরিষদ মতলব উত্তর উপজেলা এর পক্ষ থেকে উভয়কে সংবর্ধনা প্রস্তুতি চলাকালীন দুর্ভাগ্য বসত একদিন কর্মদিবস পালনের পর মোতাহার হোসেন এর অকাল মৃত্যুর ফলে কার্যক্রম স্থগিত হয়ে যায়।

Don`t copy text!