ঢাকাসোমবার , ৪ মার্চ ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে শিকারির ফাঁদ হতে ২টি হরিণ উদ্ধার

প্রতিবেদক
majedur
মার্চ ৪, ২০২৪ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের সীতাকুণ্ড শিকারির পাতানো ফাঁদ থেকে দুইটি হরিণ উদ্ধার করেছে উপকূলীয় বন বিভাগ। সোমবার (৪ মার্চ) দুপুর ১২ টার দিকে উপজেলার ১নং সৈয়দপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ বগাচতর এলাকার উপকূলীয় বনে শিকারিদের ফাঁদে আটকা পড়া দুইটি চিত্রা হরিণ উদ্ধার করে বগাচতর বিট স্টেশন। উদ্ধারকৃত হরিণদ্বয়ের মধ্যে একটি মারা গেলেও অপরটিকে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। বন বিভাগ সূত্রে জানা যায়, সোমবার দুপুর ১২ টার দিকে উপকূলীয় কেওড়া বনে ফাঁদে আটকে থাকা অবস্থায় স্থানীয় মৎস্য চাষী তাজুল আহমেদ দেখে বগাচতর বিট অফিস কে সংবাদ দেন। তাৎক্ষণিক সংবাদ পেয়ে বগাচতর বিট অফিসে কর্মরত বন বিভাগের লোকজন হরিণদুটিকে উদ্ধার কে বিট অফিসে নিয়ে আসে। মৃত হরিণটি কে বিট অফিসে রেখে আহতটি কে হাসপাতালে পাঠায় তারা। এ সময় ঘটনাস্থল থেকে কাউকে গ্রেপ্তার করতে না পারলেও ফাঁদগুলো জব্দ করা হয়। হরিণ দুটির ওজন প্রায় একশত কেজি বলে ধারণা করা হয়। মূলত কেওড়া ফল খেতে আসলে শিকারিদের পাতানো ফাঁদে আটকে যায় হরিণ দুটি। এবিষয়ে বগাচতর বিট কর্মকর্তা খন্দকার আরিফুল ইসলাম বলেন, মুঠোফোনের মাধ্যমে সংবাদ পেয়ে স্টাফদের নিয়ে গিয়ে দেখি দুটি হরিণ আহত অবস্থায় ফাঁদে আটকে আছে। উদ্ধার করতে করতে নর হরিণটি সাথে সাথে মারা যায়। মাদি হরিণ কে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসি।
উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডঃ তাহমিনা আরজু বলেন, বন বিভাগের লোকজন আহত অবস্থান একটি হরিণ নিয়ে আসেন। আমরা তার সুচিকিৎসা দিয়েছি। আগামিকাল সিভাসু (চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে) তে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়ার পরার্মশ দিয়েছি।

Don`t copy text!