ঢাকাসোমবার , ৪ মার্চ ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে অভিযানের তথ্য পেয়ে পালালো ল্যাব মালিক

প্রতিবেদক
majedur
মার্চ ৪, ২০২৪ ১২:৪৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় সারা দেশের ন্যায় ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালাতে আসেন চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য বিভাগ। এমন সংবাদ পেয়ে তাৎক্ষণিক একটি ডায়াগনস্টিক সেন্টারে তালা ঝুলিয়ে দৌঁড়ে পালিয়ে যান মালিক। রবিবার (৩ মার্চ) দুপুরে উপজেলার কুমিরা বাজারে অবস্থিত একাধিক ডায়াগনস্টিক সেন্টারে এ অভিযান চালানো হয়। লাইসেন্স না থাকায় হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টারটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নুর উদ্দিন রাশেদ জানান, স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনায় আজ রবিবার দুপুরে কুমিরা বাজারে অবস্থিত একাধিক ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। এ সময় হেলথ প্লাস ডায়াগনস্টিক সেন্টার অভিযানের সংবাদ শুনে সেন্টারের মালিক তালা ঝুলিয়ে পালিয়ে যায়। লাইসেন্সবিহীন ওই ডায়াগনস্টিক সেন্টারটি দীর্ঘদিন যাবৎ অনিয়মের মধ্য দিয়ে পরিচালিত হচ্ছিল। তাই ওই ডায়াগনস্টিক সেন্টারটিকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। এই ধরণের অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে। অন্যদিকে ইউনিটি হেলথ কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে লাইসেন্স থাকলেও ব্যবস্থাপনায় নানা ধরনের অনিয়ম দেখা যাওয়ায় দুদিনের মধ্যে তা ঠিক করে নিতে নির্দেশনা দেওয়া হয়। এসময় অভিযানে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার বিবি কুলসুম সুমি, মেডিকেল অফিসার ফারহান নাসি সহ প্রমুখ।

Don`t copy text!