ঢাকাসোমবার , ৪ মার্চ ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে অন্ত:সত্ত্বা গৃহবধূর উপর এসিড নিক্ষেপ কারীদের ফাসির দাবিতে মানববন্ধন

প্রতিবেদক
majedur
মার্চ ৪, ২০২৪ ১২:৪৭ পূর্বাহ্ণ
Link Copied!

 

চাঁদপুরের মতলব উত্তরের ইসলামাবাদ ইউনিয়নের পশ্চিম সুজাতপুর গ্ৰামের আইয়ুব আলীর মেয়ে অন্ত:সত্ত্বা গৃহবধূ মিলি আক্তারের উপর এসিড নিক্ষেপ কারীদের ফাসির দাবিতে মতলব উত্তর উপজেলা প্রেসক্লাব সম্মুখে(সুজাতপুর বাজারে) এলাকাবাসীর উদ্যোগে ৩ মার্চ সকালে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

এতে বক্তব্য রাখেন মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম গোলাম নবী খোকন, সাধারণ সম্পাদক এমএম সাইফুল ইসলাম,এসিডদগ্ধ মিলির পিতা আইয়ুব আলী প্রধান,এসিডদগ্ধ মিলির আত্মীয় আলমগীর হোসেন ভূঁইয়া,এসিডদগ্ধ মিলির খালতো বোন গোলিপী বেগম, এসিডদগ্ধ মিলির বড় বোন শারমিন আক্তার প্রমুখ।

উল্লেখ্য ২৫ ফেব্রুয়ারি (রাত সাড়ে ৯টায়)
উপজেলার পশ্চিম সুজাতপুর গ্ৰামে এ দুর্ঘটনা ঘটে। এ ব্যাপারে এসিডদগ্ধ মিলির পিতা মোঃ আইয়ুব আলী প্রধান বাদী হয়ে মতলব উত্তর থানায় ২ জনকে ( মোঃ মানিক ও মোঃ বাদল) আসামি করে ২৬ ফেব্রুয়ারি (সোমবার) মামলা দায়ের করেন।

এসিডদগ্ধ মিলি রাজধানীর শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

এসিডদগ্ধ মিলির পিতা আইয়ুব আলী প্রধান জানান ,২৫ ফেব্রুয়ারি রাতে আমি মহল্লার মসজিদে নামাজ পরতে যাই।এসে শুনি পার্শ্ববর্তী মমরোজকান্দি গ্রামের আলী আহমদের ছেলে মোঃ মানিক (৩২) আমাদের বসত করে এসে আমার স্ত্রী ও কন্যাকে ডাক দিলে দরজা খোলার সাথে সাথে বোতল থেকে এসিড মারে। এতে আমার কন্যা মিলি আক্তার ও স্ত্রী রাশিদা বেগম এর শরীরের বিভিন্ন অংশ ঝলসে গেছে। আমার মেয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।

মতলব উত্তর উপজেলা প্রেসক্লাবের সভাপতি একেএম গোলাম নবী খোকন বলেন, এসিড নিক্ষেপ জঘন্য কাজ।যা ক্ষমার অযোগ্য। তিনি এসিড নিক্ষেপের ঘটনায় জড়িত মোঃ মানিকের ফাঁসি দাবি করেন।

Don`t copy text!