ঢাকা জেলা যুবলীগের নবগঠিত আহবায়ক কমিটির যুগ্ম-আহ্বায়ক মাসুদ আহমেদকে ফুলেল তোড়া দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন, ঢাকা জেলা যুবলীগের নেতা এম এম জাহেরুল আহসান ফারুক ও তাঁর বিভিন্ন ইউনিটের নেতাকর্মী’রা।
আজ রাতে বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য আবু আহমেদ নাসীম পাভেল এর বাসভবনে গিয়ে এ শুভেচ্ছা জানান যুবলীগের নেতাকর্মী’রা।
গত ১৭ই ফেব্রুয়ারী রোজ শনিবার বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে সামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল ইসলাম খান নিখিলের (এমপি) স্বাক্ষরিত দলীয় প্যাডে জিএস মিজানুর রহমান মিজানকে আহবায়ক ও মাসুদ আহম্মেদ, এইচএম সেলিম, ইরফান উদ্দীনকে যুগ্ম-আহবায়ক করে ৪১ সদস্য বিশিষ্ট ঢাকা জেলা আহবায়ক কমিটি ঘোষণা দেন। এরআগে ২০২১ সালের পহেলা সেপ্টেম্বরে আগের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।