ঢাকাশনিবার , ২ মার্চ ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে দৈনিক সময়ের আলোর পাঁচ বছর পূর্তি অনুষ্ঠান পালন

প্রতিবেদক
majedur
মার্চ ২, ২০২৪ ১০:৩২ অপরাহ্ণ
Link Copied!

 

বর্ণাঢ্য আয়োজনে চট্টগ্রামের সীতাকুণ্ডে দৈনিক সময়ের আলোর পাঁচ বছর পূর্তি উপলক্ষে এক আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ মার্চ) বিকেল ৫ টায় সীতাকুণ্ডের স্থানীয় রেষ্টুরেন্ট রাজবাড়ী মিলনায়তনে এ আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হয়। সীতাকুণ্ড প্রতিনিধি শেখ মেজবাহ উদ্দীন খালেদের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সীতাকুণ্ড উপজেলা বঙ্গবন্ধু ফাউন্ডেশনের সভাপতি ও উত্তর জেলা শ্রমিক লীগের মহিলা সম্পাদিকা শামীমা আক্তার লাভলী। অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন মোহনা টেলিভিশনের সীতাকুণ্ড ও হাটহাজারী প্রতিনিধি কবির শাহ্ দুলাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংবাদিক মামুনুর রশিদ মাহিন, ব্যবসায়ী মোহাম্মদ সালাউদ্দিন, জাহাঙ্গীর, হেলাল, ওয়ার্ড যুবলীগের সভাপতি জসিম উদ্দিন, সীতাকুণ্ড মডেল থানার এসআই মুন, এসআই রকিব, এএসআই রফিক, এএসআই রাকিবসহ প্রমুখ। এসময় বক্তারা বলেন, অল্প সময়ের মধ্যে দৈনিক সময়ের আলো পাঠকদের মনে তার নিজস্ব স্থান তৈরী করে নিয়েছে। এ কারণেই সার্কুলেশনের দিক থেকে তারা ডিএফপি তালিকার উপরের দিক চলে এসেছে। সময়ের আলো আরো ভালো করবে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে অগণিত মানুষের মন জয় করবে।

Don`t copy text!