ঢাকাবৃহস্পতিবার , ২৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সীতাকুণ্ডে সমুদ্র উপকূল থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২৯, ২০২৪ ৭:৪৬ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে সমুদ্র উপকূল হতে নবী হোসেন (১৯) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে কুমিরা নৌপুলিশ।
বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার কুমিরা ইউনিয়নের আকিলপুরের সমুদ্র উপকূলে লাশটি জোয়ারের পানিতে ভেসে আসে। স্থানীয়রা লাশটি দেখে কুমিরা নৌপুলিশকে সংবাদ দিলে পুলিশ ঘটনাস্থল থেকে গাউসিয়া কমিটি বাংলাদেশ সীতাকুণ্ড উপজেলা শাখার মানবিক টিমের সহযোগীতায় লাশটি উদ্ধার করে। মৃত নবী হোসেন লক্ষীপুর জেলার আলেকজান্ডার থানার সবুজ গ্রামের শামসুল হকের পুত্র। কুমিরা নৌপুলিশের বরাত দিয়ে মানবিক সংগঠন গাউছিয়া কমিটির টিম লিডার মামুনুর রশিদ বলেন, সকালে লাশের খবর পেয়ে আমরা সমুদ্র উপকূল থেকে লাশটি উদ্ধার করে কুমিরা নৌ পুলিশকে বুঝিয়ে দিই। জানা যায়, গত কয়েকদিন আগে ফৌজদারহাট সীমানার মধ্য সমুদ্রে একটি বালু তোলার ড্রেজার ডুবে গিয়ে ৫জন নিখোঁজ হয়। নবী হোসেন তাদেরই একজন বলে জানান তার পিতা শামসুল হক। এবিষয়ে কুমিরা নৌপুলিশের ইনচার্জ নাছির উদ্দিন বলেন, সমুদ্রে একটি লাশ ভেসে আসে। আমরা গাউছিয়া কমিটির সহযোগীতায় লাশটি উদ্ধার করি। লাশের পরিবার এসেছে। আইনি প্রক্রিয়ার পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Don`t copy text!