ঢাকাবুধবার , ২৮ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার দ্রুত নিষ্পত্তি চেয়ে চট্টগ্রাম জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রীর নিকট মানবিক আবেদন

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২৮, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

 

গত ২৫ ফেব্রুয়ারী, ২০০৯ ইং তারিখে বিডিআর সদরদপ্তরে সংঘটিত ঘটনায় বিডিআর হত্যাকাণ্ডে বিস্ফোরক মামলার দ্রুত বিচারের নিষ্পত্তি চেয়ে চট্টগ্রাম জেলার বিডিআর সদস্যদের পরিবারবর্গ চট্টগ্রাম জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদানের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে মানবিক আবেদন করেছেন।
বুধবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় চট্টগ্রাম জেলা প্রশাসকের কার্যালয়ে এই স্মারকলিপি প্রদানের মাধ্যমে দ্রুত বিচার কার্যসম্পাদন চান তারা। স্মারকলিপি প্রদান পরবর্তী সংবাদ সম্মেলনে তাদের পরিবারের সদস্যরা বলেন, পিলখানা ঘটনায় আমাদের স্বজনদের বিরুদ্ধে তিনটি মামলা দায়ের করা হয়।


বিডিআর আইনের বিভাগীয় মামলা, ফৌজদারী আইনের হত্যা মামলা ও ফৌজদারী আইনের বিস্ফোরক মামলা।
ইতিমধ্যে আমাদের স্বজনরা বিডিআর আইনের সাজা ভোগ শেষ করেছে এবং ফৌজদারী আইনে হত্যা মামলা হতে খালাস পেয়েছে। অনেকে হত্যা মামলায় ফৌজদারী আইনে বিভিন্ন মেয়াদের সাজা ভোগ শেষ করেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য যে, দীর্ঘ ১৫ বছর যাবত শুধুমাত্র বিস্ফোরক দ্রব্য মামলাটি নিষ্পত্তি না হওয়ায় এবং সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও জামিন না পাওয়ায় আমাদের স্বজনদের আমরা ফিরে পাচ্ছি না। এই দীর্ঘ ১৫ বছর যাবত আমাদের এই অসহায় পরিবার গুলো উপার্জনক্ষম কারো পিতা, কারো স্বামী, কারো সন্তান কারাগারে থাকায় আমরা মানবেতর জীবনযাপন করতেছি এবং দীর্ঘ ১৫ বছর কারাগারে থাকার কারণে আমাদের স্বজনরা বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মৃত্যু শয্যায় রয়েছে। পিলখানার সংঘটিত ঘটনায় দায়েরকৃত বিস্ফোরক মামলাটি ইতিমধ্যে ১৫ বছর অতিবাহিত হয়েছে। হত্যা মামলাটির ২ বছর ১১ মাসে সকল আইনি প্রক্রিয়া শেষ করে রায় প্রদান করা হয়। কিন্তু বিস্ফোরক মামলাটি আজ ১৫ বছরের দৃশ্যমান কোন অগ্রগতি নেই। আমরা বারবার বিস্ফোরক মামলাটি দ্রুত নিষ্পত্তির জন্য নিম্ন আদালতে আবেদন করলেও কেউ কোন কর্ণপাত করেনি। মামলাটি উচ্চ আদালতে পরিচালনার জন্য আর্থিকভাবে অক্ষম বিধায় পুরোপুরিভাবে উচ্চ আদালতের দ্বারস্থ হতে পারছি না এবং আইনজীবীদের কে আর্থিক অভাব অনটনের কারণে নিয়োগ দিতে পারছি না। শুধুমাত্র বিস্ফোরক মামলার কারণে ১৫ বছরের অধিক সময় ধরে আমাদের স্বজনেরা কারাভোগ করিতেছে। সাংবিধানিক অধিকার থাকা সত্ত্বেও জামিনে মুক্ত বা মামলাটি দ্রুত নিষ্পত্তি হচ্ছে না। আমাদের অসহায় বিডিআর পরিবারগুলোর আকুল আবেদন এই যে, বিস্ফোরক মামলাটি অতি দ্রুত নিষ্পত্তির জন্য মাননীয় প্রধানমন্ত্রীর নিকট মানবিক আবেদন করছি।

Don`t copy text!