ঢাকামঙ্গলবার , ২৭ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এ প্রতিপাদ্যে জাতীয় পরিসংখ্যান দিবস পালন

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২৭, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

 

স্মার্ট পরিসংখ্যান, উন্নয়নের সোপান’ এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৪ পালন করা হয়েছে। মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারী) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে দিবসটি পালন উপলক্ষে র‌্যালী ও দিবসের তাৎপর্যের উপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদ চত্বর থেকে র‌্যালী শুরু হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। দিবসটি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার কে এম রফিকুল ইসলাম। উদ্বোধন শেষে উপজেলা অডিটোরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় আরো উপস্থিত ছিলেন, সীতাকুণ্ড পৌর মেয়র বীরমুক্তিযুদ্ধা আলহাজ্ব বদিউল আলম, উপজেলা পরিসংখ্যা কর্মকর্তা মাহবুবুর রহমান, ১নং সৈয়দপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এইচ এম তাজুল ইসলাম নিজামী, ৪নং মুরাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম বাহারসহ উপজেলায় কর্মরত বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

Don`t copy text!