ঢাকাসোমবার , ২৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ইউএনডিপি’র পক্ষ থেকে ৪০টি স্বয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণ

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২৬, ২০২৪ ২:১৫ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁওয়ে ইউএনডিপি’র পক্ষ থেকে ৪০টি স্বয়ংক্রিয় সেলাই মেশিন বিতরণ

স্টাফ রিপোর্টার ঠাকুরগাঁও \ ইউএনডিপি’র পক্ষ থেকে ঠাকুরগাঁও নারী কল্যাণ সমবায় সমিতিকে ৪০টি স্বয়ংক্রিয় সেলাই মেশিন প্রদান করা হয়। রোববার বিকেলে পৌর শহরের জমিদারপাড়াস্থ নারী কল্যাণ সমবায় সমিতির অফিস চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

ইউএনডিপি ও চীন সরকারের আর্থিক সহযোগিতায় বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও উপ পরিচালক (স্থানীয় সরকার) (ভারপ্রাপ্ত) রামকৃষ্ণ বর্মন, বিশেষ অতিথি জেলা সমবায় অধিদপ্তরের উপ পরিচালক একেএম জাহাঙ্গীর আলম, ইউএনডিপি’র কর্মকর্তা মো: গোলাম মোস্তফা, মো: রাজিউর রহমান, ঠাকুরগাঁও নারী কল্যাণ সমবায় সমিতির সভাপতি বেবি সেন, উদ্যেক্তা শাহ্ আলম, ইএসডিও’র হেড অব প্রোগ্রাম জামিনী রায়, গণ উন্নয়ন কেন্দ্রের ট্রেনিং অফিসার মাহবুবুর রহমান।
এ সময় ঠাকুরগাঁও নারী কল্যাণ সমবায় সমিতির ৪০ জন সদস্যের মাঝে একটি করে স্বয়ংক্রিয় সেলাই মেশিন ও বিভিন্ন সরঞ্জামাদি বিতরণ করা হয়। অনুষ্ঠানে ৪ দিন ব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদপত্র বিতরণ অনুষ্ঠিত হয়। সুবিধাবঞ্চিত নারী উদ্যোক্তাদের দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থার সৃষ্টি ও জীবিকার সুযোগ তৈরীর লক্ষ্যে স্থানীয় পর্যায়ে সুরক্ষা সরঞ্জাম উৎপাদনে সক্ষমতা বৃদ্ধি ও স্বয়ংক্রিয় মেশিন দক্ষতার সাথে ব্যবহার বিষয়ে উল্লেখিত প্রশিক্ষণটির আয়োজন করা হয়।

Don`t copy text!