চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারী ইউনিয়নের ভাটিয়ারী বিএম গেইট এলাকায় একটি অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে সীতাকুণ্ড মডেল থানা অভিযান চালিয়ে ৯৮ কেজি গাঁজাসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত দেড়টার দিকে এ অভিযান চালানো হয়। আটককৃতরা হলেন-পটুয়াখালী জেলার কলাপাড়া থানার নীলগঞ্জ নুরুল ইসলাম ফকিরের ছেলে মোঃ রাসেল ফকির (৩৬) ও বাগেরহাট মংলা পোর্ট পৌরসভার মোঃ খলিল শেখের ছেলে মোঃ মিজান শেখ (৩২)।
খুলনা বাটিয়াঘাটা চাচির বুনিয়া গ্রামের নছর উদ্দিনের বাড়ীর দাউট শেখের ছেলে মোঃ হানিফ শেখ সাদ্দাম (৪২) ও তার ভাই মোঃ সাগর শেখ (২৮)।
সাদ্দাম আর সাগর শেখ তারা বর্তমানে সীতাকুণ্ডের উত্তর সলিমপুর জলিল গেট বাবুল চৌধুরীর বাসা ভাড়া থাকে।
এবিষয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ কামাল উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ভাটিয়ারী বিএম গেইট এলাকায় অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে একটি সন্দেহজনক পিকআপ গাড়ী থামার সংকেত দেয়। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে গাড়ীটি নিয়ে দ্রুত ও বেপোরোয়া গতিতে অস্থায়ী চেকপোস্ট অতিক্রম করে। তখন পুলিশ সদস্যরা গাড়ীটি লক্ষ্য করে তাড়া করলে গাড়ীটি শাহ আমানত ফিলিং স্টেশনের দক্ষিণ দিকের ইউটার্ন দিয়ে পালিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে পুরাতন স্যানিটারী মালামালের উপর উঠে পড়ে। এসময় পুলিশ গাড়ীসহ চার মাদক ব্যবসায়ীকে আটক করে। পুলিশ পিকআপটিতে তল্লাশী চালিয়ে ৯৮ কেজি গাঁজা উদ্ধার করেন। এ ঘটনায় সীতাকুণ্ড মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। শনিবার দুপুরে আটককৃত আসামীদের বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।