শুক্রবার, ২২ নভেম্বর ২০২৪, ০২:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
শিরোনাম
রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার। সনাতনীদের অস্তিত্ব রক্ষার্থে সকলকে একত্রিত হতে হবে ছাগলনাইয়া সেচ্ছাসেবক দলের লিফলেট বিতরণ ও গণসংযোগ
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

রাউজানের বাগোয়ানে বিনামূল্যে চিকিৎসা সেবা পেলেন দেড় হাজার রোগী

অধিকার ডেক্স / ১৭১ সংবাদটি পড়েছেন
প্রকাশ: রবিবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৪, ৯:৪১ অপরাহ্ণ

যীশু সেন, বিশেষ প্রতিনিধি : সমাজের সচ্ছল, বিত্তশালী, ব্যবসায়ী, সমাজহিতৈষী পাশাপাশি প্রবাসীরা সমাজ ও দেশের আত্মমানবতার সেবায় যে অবদান রাখতে পারে বিনামূল্যের এ চিকিৎসা ক্যাম্পের আয়োজন তারই উজ্জল দৃষ্টান্ত স্থাপন করলেন সমাজহিতৈষী আনছারুল আলম চৌধুরী। স্ব স্ব অবস্থান থেকে যদি সকলে এভাবে অসহায় মানুষদের সেবায় সাহায্যের হাত বাড়িয়ে দিলে গ্রামীণ জনপদের জীবনচিত্র অনেক বদলে যাবে। চট্টগ্রামস্থ রাউজানে কোয়েপাড়া জনকল্যাণ মেডিকেল ট্রাস্টের উদ্যোগে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে বক্তারা এই অভিমত ব্যক্ত করেন। গত ২৪ ফেব্রুয়ারি শনিবার রাউজান উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামে সকাল ৯ টা থেকে দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে আমেরিকা, ঢাকার পিজি হাসপাতাল, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসকগণ বিনামূল্যে রোগীদের চিকিৎসা সেবা প্রদান করেন। দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে সহযোগিতা করেন স্থানীয় সামাজিক সংগঠন অনুপ্রেরণার অর্ধ শতাধিক স্বেচ্ছাসেবী। সকাল থেকেই বাগোয়ান, পাহাড়তলী ছাড়াও রাউজানের বিভিন্ন এলাকা থেকে দেড় হাজারের অধিক নারী-পুরুষ বিনামূল্যে চিকিৎসা সেবা নিতে মেডিকেল ক্যাম্পে ছুটে আসেন। আয়োজক জনকল্যাণ মেডিকেল ট্রাস্টের সভাপতি সমাজহিতৈষী আনছারুল আলম চৌধুরী বলেন, গ্রামের দরিদ্র জনগোষ্ঠী শহরে গিয়ে বিশেষজ্ঞ ডাক্তারদের কাছ থেকে চিকিৎসাসেবা গ্রহণ করা গ্রামের প্রান্তিক ও দুস্থ জনগোষ্ঠীর অনেকের পক্ষে কষ্টসাধ্য ও দুরূহ হয়ে পড়ে। অসহায় ও গরিবদের জন্য অসাধ্যই বলা যায়। তাই তাদের পাশে দাঁড়ানোর জন্যই এমন উদ্যোগ। সচিব জীবব্রত সেন বলেন, দিনব্যাপী মেডিকেল ক্যাম্পে এলাকার দেড় হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন। চিকিৎসা ক্যাম্পে ২৯ জন বিশেষজ্ঞ চিকিৎসক সেবা প্রদান করেন। অতিথি ছিলেন রাউজান উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ১৪নং বাগোয়ান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ভুপেষ বড়ুয়া, ট্রাস্টের উদ্যোক্তা এ ওয়াই এম শামসুল আলম চৌধুরী, কোষাধ্যক্ষ আরশাদুর রহমান, উপদেষ্টা ইউপি সদস্য আকলাছ হোসেন, শাহজান চৌধুরী, ডা: মোকসেদ আলম চৌধুরী, প্রফেসর এজাজ আহমেদ, ডা: রুমানু ইয়াসিন, ডা: ওয়াসিম হাফিজ সামাজিক সংগঠন অনুপ্রেরণার প্রধান পৃষ্ঠপোষক মিনহাজুল আলম চৌধুরী, ভাব বাংলাদেশের সহাকারি কান্ট্রি ডিরেক্টর এম এ আলিম খান, কোয়েপাড়া বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক তপন কুমার দত্ত, মহামুনি এংলোপালি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্জন বড়ুয়া, কোয়েপাড়া জগৎ চন্দ্র সেন, কৃষি ও শিল্প উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোহাম্মদ সোলাইমান। উপস্থিত ছিলেন কোয়েপাড়া উচ্চ বালিকা বিদ্যালয় এর শিক্ষক শিবানী চক্রবর্তী, কাবেরী চক্রবর্তী, রুম্পী চৌধুরী, নিলীমা ভট্টাচার্য, মৌসুমি মুৎসুদ্দি, সোমা কানুনগো, অসিম মল্লিক, মহামুনি এংলোপালি উচ্চ বিদ্যালয়ের শিক্ষক পান্না চৌধুরী, মোহাম্মদ মাসুক চৌধুরী, রবি পাল, মোঃ সোবান, মোঃ হামিম রেজা, মোছাৎ মোরজিনা কাদের, শিবাশীষ রায় সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। স্থানীয় সংগঠক তানভীর চৌধুরী ও মো: তছলিম জানান, এলাকার গরীব ও অসচ্ছল রোগীদের বিনামূল্যে চিকিৎসাসেবায় কোয়েপাড়া জনকল্যাণ মেডিকেল ট্রাস্ট সেবার একটি দৃষ্টান্ত স্থাপন করেছে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!