সংযুক্ত আরব আমিরাতে বঙ্গবন্ধু পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির উদ্যোগে মহান শহীদ দিবস ও আস্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্টিত। শারজাহ স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠানে সংগঠনের সভাপতি এম এ আবু তাহের ভূঁইয়ার সভাপতিত্বে ও সাধারন সম্পাদক মোঃ সিরাজউদ্দৌলার উপস্থাপনায় প্রধান অতিথি ছিলেন বঙ্গবন্ধুর পরিষদ শারজাহ কেন্দ্রীয় কমিটির প্রধান উপদেষ্টা প্রকৌশলী আবু জাফর চোধরী সিআইপি। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা আমির হোসেন, আকরামুজ্জামান খান, আবু মোহাম্মদ খোরশেদ, আরশাদ হোসেন হিরু, লোকমান হোসেন মুহুর, সিনিয়র সহ-সভাপতি প্রকৌশলী রাসেল আহমদ। স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক শেখ হুমায়ুন কবির। আরো বক্তব্য রাখেন কৌশলে মাহাবুব আলম মানিক, সহ-সভাপতি নুরুল আমিন, দপ্তর সম্পাদক রাশেদুল আলম, আরিফুল ইসলাম আজম, নওশাদ হোসেব চৌধুরী, মোহাম্মদ দেলোয়ার হোসেন ও প্রকৌশলী নুরুল আলম সহ আরো অনেকে। কোরআন তেলাওয়াত করেন হাফেজ শহিদুল ইসলাম। দোয়া ও মোনাজাত করেন সহ সভাপতি হাফেছ শফিকুর রহমান। বক্তারা প্রবাসে এবং দেশে মাতৃভাষার শুদ্ধ চর্চার উপর গুরুত্ব প্রদান করেন। বাংলা ভাষার সঠিক চর্চা পরবর্তী প্রজন্মকে বাংলা সংস্কৃতি, মাটি এবং মানুষের সাথে যুক্ত রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
বক্তারা ভাষা আন্দোলনের সকল পর্যায়ে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভূমিকা এবং অবদান স্মরণ করেন। ১৯৪৭ থেকে ১৯৫২ এর ২১ ফেব্রæয়ারি পর্যন্ত জাতির পিতা বঙ্গবন্ধু কিভাবে কারাবন্দি থেকে কিংবা কারাগারের বাইরে থেকে রাষ্ট্রভাষা আন্দোলনকে সক্রিয় অংশগ্রহণ, পরামর্শ ও নির্দেশনা দিয়ে বেগবান করেছেন, তথ্যের ভিত্তিতে তা বক্তব্যে মধ্যে তুলে ধরা হয়।