চাঁদপুরের মতলব উত্তরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাস্তবতা মতলব সংগঠনের উদ্যেগে শিক্ষার্থীদের মাঝে রক্তদান এবং রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তা বুঝানোর জন্য বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচি অনুষ্ঠিত হয়।
আজ সকাল ১০টায় ৯২নং গজরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক, বাস্তবতা মতলব সংগঠনের উপদেষ্টা, বিদ্যালয়ের শিক্ষকদের উপস্থিতিতে বাস্তবতা মতলব সেচ্ছাসেবী টিম ক্যাম্পেইনটি শুরু করে দুপুর পর্যন্ত প্রাক-প্রাথমিক শ্রেণী থেকে ৫ম শ্রেণীর সকল শিক্ষার্থীসহ এলাকার সাধারণ মানুষদের আন্তরিকতার সাথে রক্তের গ্রুপ নির্নয় কার্যক্রম পরিচালনা করে৷
উক্ত ব্লাড ক্যাম্পেইনে বাস্তবতা মতলব সংগঠনের প্রধান উপদেষ্টা জানান গজরা ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ের শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্নয় কর্মসূচী করার প্লানিং চলতেছে৷
সাধারণ সম্পাদক সরকার সিফাত জানান বাস্তবতা মতলব সংগঠনের এই কার্যক্রম চলমান রাখার জন্য সংগঠনের কার্যকরী পরিষদ কাজ করে যাচ্ছে৷
সংগঠনের অর্থ সম্পাদক শাকিল হাসান শিক্ষার্থীদের রক্তের গ্রুপ জানার প্রয়োজনীয়তা ব্যাখ্যা করেন এবং উপস্থিত সকলের নিকট আহ্বান জানান সেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য৷