ঢাকাবৃহস্পতিবার , ২২ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

সিরাজদিখানে যুবলীগ নেতার সাথে ফুল দিতে না আসায় যুবককে মারধর

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২২, ২০২৪ ৮:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সিরাজদিখানে যুবলীগ নেতার সাথে ফুল দিতে না আসায় যুবককে মারধর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে যুবলীগের সদস্য দাবিদার নেতা সেলিম বাহিনীর সাথে শহীদ মিনারে ফুল দিতে না আসাকে কেন্দ্র করে রিফাত নামে এক যুবককে মারধরের অভিযোগ উঠছে।

২১শে ফেব্রুয়ারী বুধবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার কেয়াইন ইউনিয়নের চালতিপাড়া গ্রামে ঘটে এ ঘটনা। এ বিষয়ে ভুক্তভোগী যুবক বাদী হয়ে সিরাজদিখান থানায় একটি লিখিত অভিযোগ করেন।

ভুক্তভোগীর অভিযোগ সূত্রে জানাযায়, একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে রিফাত তার চাচা সাইফুলের সাথে শহীদ মিনারে ফুল দিতে আসে এতে সেলিম বাহিনি ক্ষিপ্ত হয়। এ বিষয়ে রাজদিয়া অভয় পাইলট উচ্চ বিদ্যালয় এন্ড কলেজ মাঠেই সেলিম ও তার লোকজন বাক-বিতন্ডা ও হাতাহাতিতে জড়িয়ে পরে। পরবর্তীতে ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যা সাতটার দিকে চালতিপাড়া এলাকায় যুবলীগ নেতা দাবি করা সেলিম ও তার লোকজন রিফাতকে অকথ্য ভাষায় গালিগালাজ করে।

রিফাত তাদের গালিগালাজ করতে নিষেধ করলে ওই যুবলীগ নেতা সেলিমের নেতৃত্বে মামুন,সিফাত, সোহেল তাকে এলোপাথারীভাবে কিল,ঘুষি,লাথি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম করে। পরবর্তীতে তার ডাকচিৎকারে মা সিমা বেগম (৪০)এগিয়ে আসলে
রিফাত ও তার মায়ের ডাক চিৎকারে আশপাশের লোকজন এসে তাদের উদ্ধার করে সিরাজদিখান উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

এ বিষয়ে সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ মুজাহিদুল ইসলাম সুমন বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Don`t copy text!