শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে চট্টগ্রামের সীতাকুণ্ডে সেচ্ছাসেবী সংগঠন মানবিক নডালিয়া যুব ফাউন্ডেশনের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ইঞ্জিনিয়ার আবু জাফরের সঞ্চালনায় বুধবার (২১ ফেব্রুয়ারী) উপজেলার বাড়বকুণ্ড ইউনিয়নস্থ নডালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। দুপুর ২টা থেকে মাঠ প্রাঙ্গণে চিত্রাঙ্কন, সুন্দর হাতের লিখা, ছড়া-কবিতা আবৃত্তি এই সব প্রতিযোগীতায় শতাধিক স্কুল-মাদরাসার শিক্ষার্থী এতে অংশগ্রণ করে। একুশের চেতনা লালন করে দেশ প্রেমে উদ্বোধে বিভিন্ন ক্যাটাগরিতে বিজয় শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় অতিথিরা মানবিক নড়ালিয়া সাহিত্য পদক-২০২৪ তুলেদেন সীতাকুণ্ডের বিশিষ্ট কবি শুক্কুর চৌধুরী ও তরুণ সংগঠক বখতিয়ার হোসেনকে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সামাজিক সংগঠক ও সীতাকুণ্ড সমাজ কল্যাণ ফেডারেশনের প্রতিষ্ঠাতা লায়ন মোঃ গিয়াস উদ্দিন, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, কবি ও মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী, সীতাকুণ্ড সমিতি চট্টগ্ৰামের সভাপতি লায়ন মোঃ নাছির উদ্দিন মানিক, বিশিষ্ট দানবীর লায়ন আলহাজ্ব মোঃ ইউসুফ শাহ্ , ইপসা’র পরিচালক মোরশেদ চৌধুরী, ইউপি সদস্য খায়রুল বশর, সমাজসেবক বদিউল আলম, সীতাকুণ্ড সমিতির যুগ্ম সম্পাদক লায়ন মোঃ মফিজুর রহমান সাজ্জাদ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কবি নাহিদ চৌধুরী, সমাজ সেবক সালাউদ্দিন, আবৃত্তিকার আবুল হোসেন, শিক্ষক নাহিদুজ্জামান, সংগঠক ইকবাল হোসেন, রাশেদুজ্জামান রাশেদ, ফজলুল করিম, মোঃ রাজু, শাহাদাত সালেহীন সহ উক্ত সংগঠনের দ্বায়িত্বশীল নেজাম উদ্দিন, আজহারুল ইসলাম, শহিদুল ইসলাম, মোহাম্মদ হারুন, রাশেদুল ইসলাম, ফাহিম, সামির ও স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ। অনুষ্ঠান শেষে ১০জন গরীব-মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরণ ও বিভিন্ন সেচ্ছাসেবীদের সম্মাননা ও ক্রেস্ট প্রদান ও বিশিষ্ট সংগঠক ও তরুণ লেখক মুহাম্মদ বখতিয়ারকে উদীয়মান লেখক সম্মাননা এবং কবি সংগঠক ও মুক্তিযোদ্ধা শুক্কুর চৌধুরী কে লেখালেখির মাধ্যমে বাংলা সাহিত্যে অবদানের জন বিশেষ সম্মাননা প্রদান করা হয়।