ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১১:৫৯ পূর্বাহ্ণ
Link Copied!

 

 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও জাতীয় শহীদ দিবস উপলক্ষ্যে কিশোরগঞ্জের কুলিয়ারচর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন সর্বস্তরের জনগণ।

বুধবার ২১ ফেব্রুয়ারি ১২.০১ মিনিটে (প্রথম প্রহরে) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচী পালন করা হয়।

এসময় কুলিয়ারচর কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন কুলিয়ারচর উপজেলা প্রশাসন, আওয়ামী লীগ, উপজেলা পরিষদ, কুলিয়ারচর থানা, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, পৌর আওয়ামী লীগ, কুলিয়ারচর পৌরসভা, কুলিয়ারচর প্রেসক্লাব, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, কুলিয়ারচর উপজেলা পৌর ও বিএনপি, উপজেলা আবাসিক প্রকৌশলী, কুলিয়ারচর ফায়ার স্টেশন, উপজেলা যুবলীগ, উপজেলা ছাত্র লীগ, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা মহিলা আওয়ামী লীগ, বিএডিসি সেচ অঞ্চল, নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ কুলিয়ারচর জোনাল অফিস, উপজেলা ও পৌর আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সামাজিক সংগঠন এবং কুলিয়ারচর উপজেলার সর্বস্তরের জনগণ।

পুষ্পস্তবক অর্পণ শেষে ভাষা শহিদের প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন করা হয়। পরে ভাষা শহিদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করা হয়।

Don`t copy text!