ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কমলনগরে সয়াবিন ক্ষেত থেকে যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ৭:৫৬ অপরাহ্ণ
Link Copied!

 

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা থেকে মোঃ কাশেম (৩২) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে কমলনগর থানা পুলিশ।

(২১শে ফেব্রুয়ারি)বুধবার ভোর ৬ ঘটিকায় কমলনগর উপজেলার নিহতের শশুর বাড়ির এলাকা আনন্দ বাজার (আন্দারঘর) সংলগ্ন বিলের সয়াবিন ক্ষেত থেকে উদ্ধার করা হয় লাশটি।

মৃত মোঃকাশেম ৫ নং চর ফলকন ইউনিয়নের ৩নং ওয়ার্ডের মোল্লা বাড়ির মোঃ আবু সাঈদ মোল্লার ছেলে বর্তমানে তারা চর কাদিরা ইউনিয়নে বসবাস করেন।
স্হানীয় সূত্রে জানা যায়,২১শে ফেব্রয়ারী ভোর বেলা এলাকার ৯-১০ বছরের একটি মেয়ে লাশটি দেখে চিৎকার চেঁচামেচি করে উঠে।তার চিৎকার শুনে এলাকাবাসী এসে এসে ভীড় জমায়,এবং যুবকের লাশ দেখে থানায় তাৎক্ষণিক খবর জানায়।

নিহতের পরিবার সূত্রে জানা যায়,গতকাল রাত ১০ টার দিকে কাশেম বাড়িতে ফোন দিয়ে বলে আমি করুনানগর বাজারে আছি বাড়ি ফিরতে একটু দেরি হবে,রাতে বাড়ি না আসাতে আমরা মনে করছি তার শশুর বাড়িতে গেছে,কিন্তু ভোর বেলা খবর পাই তার লাশ পাওয়া গেছে।

এ ব্যাপারে কমলনগর থানা অফিসার ইনচার্জ তৌহিদুল ইসলাম বলেন,লাশের খবর পেয়ে ঘটনাস্থলে পোর্স পাঠিয়েছি, লাশের শরীরে অনেক আঘাতের চিহ্ন পাওয়া গেছে।এ ব্যাপারে এখনো কোন মামলা হয় নাই তবে ময়নাতদন্ত শেষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

Don`t copy text!