ঢাকাবুধবার , ২১ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

দুবাই কনস্যুলেটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২১, ২০২৪ ১০:৩৬ অপরাহ্ণ
Link Copied!

রাষ্ট্রভাষা বাংলার দাবিতে পাকিস্তানি শাসকের বুলেটের সামনে দাঁড়িয়ে যারা জীবন উৎসর্গ করেছিল, যাদের আত্মত্যাগে বাঙালি পেয়েছিল ভাষার অধিকার। ফুল আর শ্রদ্ধায় তাদের স্মরণ করছে জাতি।

আমিরাতের বাণিজ্যিক রাজধানী দুবাইয়ে মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে প্রথম প্রহরে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম কর্মসূচি হিসেবে আমিরাতের স্থানীয় সময় ২১ ফেব্রুয়ারি রাত ১২টা ১ মিনিটে অস্থায়ী শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেট জেনারেল।
এ সময় উপস্থিত ছিলেন, দুবাই ও উত্তর আমিরাত বাংলাদেশ কনস্যুলেটের কনসাল জেনারেল বিএম জামাল হোসেন সহ কনস্যুলেটের কর্মকর্তা।

এছাড়াও পুষ্পস্তবক অর্পণের পর একে একে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে- দুবাই বাংলাদেশ কনস্যুলেট,বাংলাদেশ বিমান, জনতা ব্যাংক, বাংলাদেশ বিজনেস কাউন্সিল-দুবাই,বাংলাদেশ রিপোর্টার্স ইউনিটি ইউএই,বাংলাদেশ প্রেসক্লাব ইউএই, বাংলাদেশ সমিতি দুবাই, বাংলাদেশ সমিতি শারজাহ, বাংলাদেশ আওয়ামী লীগ, বঙ্গবন্ধু পরিষদ দুবাই, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ ও নাসিরিয়া শাখা, বঙ্গবন্ধু পরিষদ শারজাহ, বঙ্গবন্ধু পরিষদ আজমান, বৃহত্তর চট্টগ্রাম সমিতি, আবির বিজনেস অ্যাসোসিয়েশন, বিজনেস ফোরাম আজমান, আজমান বাংলাদেশ আওয়ামী যুবলীগ, বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদ দুবাই শাখা, রাস-আল খাইমা বঙ্গবন্ধু স্মৃতি সংসদ, চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রবাসী আওয়ামী লীগ, বাংলাদেশী লেডিস ক্লাব ইউএই, ইয়ুথ বাংলা কালচারাল ফোরাম, শিল্পী সমিতি, হাটহাজারী সমিতি ইউএই-সহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠন।
উল্লেখ্য,  ১৯৫২ সালের এই দিনে মাতৃভাষা বাংলার মর্যাদা রাখতে গিয়ে বুকের রক্ত ঢেলে দিয়েছিলেন রফিক,সালাম, বরকত,সফিউর জব্বারসহ অনেকে। একুশের প্রথম প্রহর থেকেই সারাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে কৃতজ্ঞ চিত্তে ভাষা শহীদদের স্মরণ করছে।

Don`t copy text!