চট্টগ্রামের সীতাকুণ্ডে কাভার্ডভ্যান বোঝাই আনুমানিক ১৭০ ঘনফুট গোল ও রদ্দা কাঠ আটক করেছে চট্টগ্রাম উত্তর বন বিভাগের আওতাধীন ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন। যার রেজিঃ নং-ঢাকা-মেট্রো-ড-১৪-৪৪৩৬। সোমবার (১৯ ফেব্রুয়ারী) সকাল ৯টার দিকে গোপন তথ্যের ভিত্তিতে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম এর নেতৃত্বে সঙ্গীয় স্টাফসহ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কদম রসুল নামক এলাকা থেকে অবৈধভাবে পরিবাহিত ঢাকাগামী একটি কাভার্ডভ্যানে অভিযান চালিয়ে ১৭০ ঘনফুট গোল ও রদ্দা বোঝাইসহ কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। এবিষয়ে ফৌজদারহাট বিট কাম চেক স্টেশন কর্মকর্তা মোঃ মঞ্জুরুল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে জানতে পারি যে, চট্টগ্রাম শহর থেকে অবৈধভাবে গোল ও রদ্দা কাঠ বোঝাই একটি কাভার্ডভ্যান ফৌজদারহাটের দিকে আসছে এমন তথ্য পেয়ে আমরা কাভার্ডভ্যানটি ধাওয়া দিয়ে কদম রসুল এলাকা থেকে আটক করি। এসময় কাঠে কোন চিহ্ন ও স্বপক্ষে বৈধ কাগজ না থাকায় ১৯২৭ ইং সনের (২০০০ইং সনের সংশোধিত) বন আইনের ৫২(১) ধারায় আমরা গাড়ীটি জব্দ করি এবং তল্লাশী চালিয়ে ১৭০ ঘনফুট গোল ও রদ্দা উদ্ধার করি। এসময় কাউকে আটক করা যায়নি। জব্দকৃত মালামাল বোঝাই কাভার্ডভ্যানটি চেক স্টেশন হেফাজতে রাখা হয়েছে এবং যথা সময়ে বন আইনে মামলা দায়ের এর কাজ গ্রহণ করা হচ্ছে।