কুড়িগ্রামে বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন ও রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় রানার্স আপ মনোনিত হয়েছে।
শিক্ষার্থীদের বিজ্ঞানমুখী ও যুক্তিবাদী হিসেবে গঠনের লক্ষ্যে বিএফএফ-সমকাল দেশব্যাপী বিজ্ঞান বিতর্ক উৎসবের উদ্যোগ গ্রহণ করে। এর অংশ হিসেবে কুড়িগ্রাম সমকাল সুহৃদ সমাবেশ এর আয়োজনে কুড়িগ্রামে এই বিতর্ক উৎসব অনুষ্ঠিত হয়।
কুড়িগ্রাম সুহৃদ সমাবেশের আহ্বায়ক মো. শাহাবুদ্দিন সভাপতিত্বে অনুষ্ঠিত বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ।
শুরুতে বিতর্ক উৎসবের উদ্বোধন করেন কুড়িগ্রাম সরকারি কলেজের অধ্যক্ষ মীর্জা নাসির উদ্দিন।
কুড়িগ্রাম সমকাল প্রতিনিধি সুজন মোহন্তের সঞ্চালনায় অনুষ্ঠিত বিতর্ক উৎসবে বিচারকের দ্বায়িত্বে ছিলেন কুড়িগ্রাম সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো. ছামিউল হক,তাজেল মনিরা বিনতে হাসান, সহকারি শিক্ষক তৈয়বুর রহমান,প্রথম আলোর প্রতিনিধি সফি খান, চ্যানেল ২৪ এর প্রতিনিধি গোলাম মওলা সিরাজ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক বিতার্কিক মো. শাহেদ এবং সমকালের রাজারহাট প্রতিনিধি ও রায়গঞ্জ ডিগ্রি কলেজের প্রভাষক আসাদুজ্জামান আসাদ ।
এতে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন কল্লোল রায় ও প্রনয় কৃষ্ণ রায়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, ‘বিজ্ঞানমুখী মানবিক সমাজ গঠনের লক্ষ্যে শিক্ষার্থীদের এগিয়ে নিতে সমকালের উদ্যেগ সত্যি প্রশংসনীয়। এ বিতর্ক উৎসবের মাধ্যমে শিক্ষার্থীরা বিজ্ঞান শিক্ষাকে আরও ভালোভাবে জানতে পারবে। সমকাল ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন ।
জেলা ও উপজেলা থেকে ৮টি বিদ্যালয়ের ২৪ জন শিক্ষার্থী এতে অংশগ্রহন করেন। পরে পরাজিত দলগুলো বিশেষ কুইজে অংশগ্রহন করে ৫জন বিজয় অর্জন করে । পুরস্কার হিসেবে প্রত্যেক বিজয়ীকে ক্রেস্ট, টি-শার্ট, সনদপত্র, বই ও বিভিন্ন জাতের গাছের চারা দেয়া হয়।
কুড়িগ্রাম শিশু নিকেতন প্রাঙ্গনে অনুষ্ঠিত বিতর্ক উৎসবে কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং রাজারহাট পাইলট উচ্চ বিদ্যালয় রানার্স আপ মনোনিত হয়। এতে শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন কুড়িগ্রাম সরকারি উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণীর শিক্ষার্থী অভি সাইরিল রশিদ।
বিজয়ী দল পরবর্তী রাউন্ডে বিভাগীয় পর্যায়ে বির্তক উৎসবে অংশ গ্রহনের সুযোগ পাবে।