ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় আলোচিত আইটি শিক্ষা প্রতিষ্ঠান পরাণ কম্পিউটার ইনস্টিটিউট এর ১৫ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
১৭ই নভেম্বর শনিবার নবীনগর সরকারি কলেজ মাঠ থেকে সকল বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের সমন্বয়ে একটি চমৎকার র্যালী নবীনগর শহরের বিভিন্ন সড়কের প্রদক্ষিণ করে পুনরায় নবীনগর সরকারি কলেজের মাঠে আলোচনা সভায় মিলিত হন।
সেখানে পরাণ কম্পিউটার ইনস্টিটিউট এর পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ মাজহারুল হক এর সভাপতিত্বে সাংবাদিক গৌরাঙ্গ দেবনাথ অপুর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর সরকারি কলেজের অধ্যক্ষ এ কে এম রেজাউল করিম।
অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের প্রোগ্রামার মোহাম্মদ হাসান ইমাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন নবীনগর পৌরসভার মেয়র এডঃ শিব শংকর দাশ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের সহকারী প্রোগ্রামার মোঃ শাহান শাহ টিপু,নবীনগর ইচ্ছাময়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাউসার আহমেদ নবীনগর সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক কাজী ওয়াজেদ উল্লাহ জসীম,পরাণ কম্পিউটার ইনস্টিটিউট এর উপদেষ্টা প্রভাষক দেলোয়ার হোসেন,নবীনগর প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুব আলম লিটন, নবীনগর থানা প্রেসক্লাবের সভাপতি এম কে জসিম উদ্দিন,স্থানীয় সংসদ সদস্যর প্রেস সেক্রেটারি আমির মোহাম্মদ হোসেন, নবীনগর সরকারী কলেজের লাইব্রেরীয়ান জাকির হোসেন প্রমুখ।
অনুষ্ঠানে পরাণ কম্পিউটার ইনস্টিটিউট এর অতীতের বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা দূর করে দূর্বার গতিতে এগিয়ে চলার বিষয়টি তুলে ধরা হয়, সাফল্যর সাথে পথচলার কৃতি শিক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হয়। এই প্রতিষ্ঠানটির সফলতা কামনা,নবীনগরে দক্ষ জনশক্তি তৈরি করার ক্ষেত্রে তাদের ভূমিকা অপরিসীম বলে দাবি করেন বক্তারা।
পাশাপাশি স্মার্ট বাংলাদেশ গড়তে তাদেরকে আরো প্রসারিত করার আহ্বান জানান।
প্রতিষ্ঠানের কর্নদ্বার শাহ পরাণ আগামীদিনে জন্য আরো গতিশীল জনবান্ধব আইসিটি বিষয়ক প্রকল্প অনুমোদন এনে নবীনগরে দক্ষ ফ্রিল্যান্সার সহ প্রযুক্তি নির্ভর যুব সমাজ গঠনে সকলের সহযোগীতা কামনা করেন।
পরে মধ্যাহৃ ভোজন শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক গানের আয়োজন করা হয়,এতে স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন।