“গতিসীমা মেনে চলি, সড়ক দুর্ঘটনা রোধ করি” এই প্রতিপাদ্যে চট্টগ্রামের সীতাকুণ্ডে কুমিল্লা রিজিয়নের আওতাধীন কুমিরা হাইওয়ে থানা পুলিশের আয়োজনে হাইওয়ে পুলিশ সেবা সপ্তাহ-২০২৪ পালন করা হয়েছে। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) সকাল ১০টার সময় কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আবদুল হাকিম আজাদের নেতৃত্বে দুই শতাধিক মানুষের অংশগ্রহণে টেরিয়াইল কুমিরা হাইওয়ে থানার সামনে থেকে একটি র্যালি বের হয়। র্যালিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এসময় গণপরিবহন ও প্রাইভেটকার চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ, চালক ও পথচারীদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এসময় র্যালিতে উপস্থিত ছিলেন, কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ, ইউপি সদস্য দিদারুল আলম, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, হাইওয়ে পুলিশের কমিউনিটি পুলিশিং সভাপতি ও সম্পাদক-সহ হাইওয়ে থানার সকল কর্মকর্তা ও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এসময় কুমিরা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোঃ আব্দুল হাকিম আজাদ বলেন আমাদের উদ্দেশ্য জনসাধারণকে সচেতন করা। মহাসড়কে যাতে দুর্ঘটনা শূন্যের কোঠায় নামিয়ে আনা যায়, সেই লক্ষ্যে চালক-হেল্পার, মালিক ও জনসাধারণকে সচেতন করতে লিফলেট বিতরণ করা হচ্ছে। হেলমেটবিহীন মোটরসাইকেল চালক, বাসের ক্ষেত্রে বেল্ট বিহীন চালককে বেল্ট পরিধান, অতিরিক্ত যাত্রী বা মালবহন, জাতীয় গতি সীমার বাহিরে গাড়ী চালানোসহ মহাসড়কের বাঁকে সতর্কতা অবলম্বন করে ফিরানো, ওভার টেক না করা সেই সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কুমিরা হাইওয়ে পুলিশ সবসময় কাজ করে যাবে।