ঢাকাশুক্রবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হলেন নবীনগরের সাবেক ইউএনও একরামুল ছিদ্দিক

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ১৬, ২০২৪ ৬:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের সাবেক ইউএনও একরামুল ছিদ্দিক কুমিল্লা জেলার চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন হয়েছেন।গেলো ১৫ ফেব্রুয়ারী জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব ভাস্কর দেবনাথ বাপ্পির স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়,ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট একরামুল ছিদ্দিক কে কুমিল্লা জেলার চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক পদে নিয়োগ দেওয়া হলো।একরামুল ছিদ্দিক নবীনগর উপজেলায় কর্মরত থাকা অবস্থায় নিজের দক্ষতায় প্রতিটি মানুষের মনে স্থান করে নিয়েছেন।

পাশাপাশি গরিব অসহায় মানুষের জন্য নিবেদিত প্রাণ ছিলেন তিনি। চাঁদপুরে অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়নের খবর পেয়ে নবীনগরের শতশত মানুষ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তাকে শুভেচ্ছা জানাতে দেখা যায়। এবং অসহায় ছিন্নমূলের অগণিত মানুষ তার সুস্বাস্থ্য কামনায় দোয়া করেছেন।

একরামুল ছিদ্দিক বলেন, পেশাগত দায়িত্ব পালনে সকলের দোয়া চাই। পাশাপাশি নবীনগরের মানুষের জন্য আমার ভালবাসা সবসময় থাকবে। এ উপজেলার মানুষ আমাকে যে পরিমাণ ভালোবাসা দিয়েছে তা কখনোই ভুলার নয়।

Don`t copy text!