নানা আয়োজনের মধ্যেদিয়ে খুলনার দাকোপের
নব জাগ্রত যুব সংঘের বার্ষিক সম্লেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে।কর্মসুচির মধ্যে ছিলো বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা, কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন,শীতবস্ত্র বিতরণ,বিনা খরচে চিকিৎসা সেবা,দুস্হ ও পীড়িতদের মাঝে আর্থিক অনুদানের চেক বিতরণ,গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে আর্থিক চেক বিতরণ,শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধন, খুলনা -১ আসনের নব নির্বাচিত সংসদসদস্য ননীগোপাল মন্ডলের গণ সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আজ শুক্রবার ১৬ ফ্রেবুয়ারা বিকাল ৩ টারদিকে দাকোপের শ্রীনগর মাধ্যমিক বিদ্যালয় প্রঙ্গনে এ সম্লেলন অনুষ্ঠিত হয়।নব জাগ্রত যুব সংঘের সভাপতি শিক্ষক প্রসেনজিৎ রায়ের সভাপতিত্বে এতে প্রধান অতিথিথির বক্তৃতা করেন সংবর্ধিত খুলনা -১ (দাকোপ -বটিয়াঘাটা) আসনের সংসদ সদস্য ননী গোপাল মন্ডল।এ সময় এমপি ননীগোপাল মন্ডল বলেন,এ সংবর্ধনা আমার নয়, এটা সম্পুর্ণ দাবিদার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি আরো বলেন, দেশের উন্নয়নের সহযোগী হিসাবে আমাদের প্রত্যেকের যার যার অবস্থান থেকে সমাজে ভূমিকা রেখে দেশের উন্নয়নকে ত্বরানিত করতে হবে। তাহলেই দেশের আপামর জনসাধারণ ডিজিটাল বাংলাদেশের সুফল পাবে। তবে এর জন্য সবার আগে শিক্ষার্থীদেরকে পড়ালেখার পাশাপাশি দেশ গঠনের জন্য দেশপ্রেমে উজ্জীবিত হয়ে সমাজের জন্য কাজ করার মানসিকতা তৈরি করার গুরুত্ব আরোপ করতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান শেখ আবুল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার জয়দেব চক্রবর্তী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা পরিতোষ আউলিয়া, আওয়ামী লীগ নেতা অসিত বরন সাহা, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়, শেখ যুবরাজ, মাসুম আলী ফকির, মানষ কুমার রায়, এ্যাড জি এম কামরুজ্জামান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এ্যাড শুভদ্রা সরকার, সাবেক জেলা পরিষদ সদস্য কেএম কবির হোসেন, সাবেক ইউপি চেয়ারম্যান সমরেশ রায়, উমা শংকর রায়, দেবপ্রসাদ গাইন, শিবেন্দ্র প্রসাদ রায়, হিমাংশু সরকার, এ্যাড দেব প্রশাদ রায়, প্রধান শিক্ষক চিরঞ্জিব রায়, জুলফিকার আলী জুলু, অমূল্য বাছাড়, বিথিকা রায়, তাপস জোয়াদ্দার, জাহিদুর রহমান মিল্টন। অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন যুব সংঘের নিহার রায়, ধর্মেন্দ্র মন্ডল, চিত্তরঞ্জন রায়, ফরিদ আহম্মেদ, সঞ্জয় মন্ডল, সমির মন্ডল প্রমুখ।