ঢাকাবৃহস্পতিবার , ১৫ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

মিরসরাইয়ে খাল থেকে ভাসমান অজ্ঞাত লাশ উদ্ধার

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ১৫, ২০২৪ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের মিরসরাইয়ে খাল থেকে অজ্ঞাত এক পুরুষের লাশ উদ্ধার করেছে জোরারগঞ্জ থানা পুলিশ। অনুমান ৪৫ বছর বয়সী মৃতব্যক্তির পরিচয় সনাক্ত করা যায়নি।১৫ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকালে উপজেলার জোরারগঞ্জ থানাধীন জোরারগঞ্জ-মুহুরী প্রজেক্ট সড়কের দেওয়ানপুর এলাকার একটি খাল থেকে উক্ত লাশ উদ্ধার করা হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, খালের পাশের সড়ক দিয়ে যাওয়ার সময় স্থানীয়রা ভাসমান লাশ দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়।
জোরারগঞ্জ থানার এসআই জসিম উদ্দিন বলেন, জোরারগঞ্জ থানা পুলিশ খাল থেকে অনুমান ৪৫ বছর বয়সী এক পুরুষের লাশ উদ্ধার করেছে। লাশের মুখের ডানপাশে সড়কের সাথে ঘষা লাগার দাগ রয়েছে। ধারণা করা হচ্ছে মৃতব্যক্তি সড়কের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় অজ্ঞাত কোন গাড়ীর ধাক্কায় খালে ডুবে মৃত্যু হতে পারে। তবে ময়না তদন্তের ফলাফল ফেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এখনো পর্যন্ত লাশের পরিচয় সনাক্ত করা যায়নি। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Don`t copy text!