শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০২:১৩ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
শ্রীনগরে তন্তরে ওয়ার্ড বিএনপির উদ্যোগে আলোচনা সভা যাত্রা শুরু করল বাংলাদেশ-চায়না ক্লাব রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির সাথে উপজেলা প্রশাসনের মতবিনিময় সভা কুলিয়ারচরে শিশুদের ঝগড়াকে কেন্দ্র করে গ্রাম পুলিশসহ ৩জন আহত ঠাকুরগাঁওয়ে সাফ জয়ী তিন নারী ফুটবলারকে জেলা প্রশাসনের আয়োজনে সংবর্ধনা ভয়াল সিনেমাটি সবার জন্য উন্মুক্ত সিরাজদিখানে নবাগত সহকারী পুলিশ সুপারের সাথে ঝিকুট ফাউন্ডেশনের মতবিনিময় জনগণের অধিকার ও ভোটাধিকার ফিরিয়ে আনা হবে- ছাগলনাইয়া বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম রাউজান প্রেসক্লাবের নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত দাকোপের সাহেবের আবাদ শ্রীশ্রী কৃষ্ণের রাসমেলায় চতুর্থদিনে সাংকৃতিক সন্ধ্যা ঘোপাল যুবদলের লিফলেট বিতরণ ও গণসংযোগ ঠাকুরগাঁওয়ে তিন জাতীয় দিবস উদযাপনে প্রস্তুতিমূলক সভা ঠাকুরগাঁওয়ে মাওলানা ভাসানীর মৃত্যুবার্ষিকীতে ইএসডিও’র আলোচনা সভা ও দোয়া মাহফিল ছাগলনাইয়ায় ৩০ কেজি গাঁজা উদ্ধার আটক ০১ রাজনীতি চিরতরে বন্ধ করতে হবে। দেশ চালাবে জাতীয় ঐক্যের সরকার।
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

ভালো নেই সীতাকুণ্ডের মানুষ,ডাকাতির আতঙ্কে রাত কাটাচ্ছেন বহু পরিবার

আবদুল মামুন,সীতাকুণ্ড / ২৪৬ সংবাদটি পড়েছেন
প্রকাশ: মঙ্গলবার, ১৩ ফেব্রুয়ারি, ২০২৪, ৪:৩৬ অপরাহ্ণ

 

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার একাধিক এলাকায় গত দুই সপ্তাহের মধ্যে বেশ কয়েকটি ডাকাতির ঘটনা ঘটেছে। দরজা ভেঙ্গে ঘরের লোকদের বেঁধে ও গলায় ছুরি ধরে নিয়ে গেছে স্বর্ণালঙ্কার, নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্র। এলাকার বিভিন্ন স্থানে ঘটছে গরু চুরির ঘটনাও। প্রায় রাতেই দুর্ধর্ষ ডাকাতি ও চুরির ঘটনায় বহু পরিবার এখন আতঙ্কে রাত কাটাচ্ছেন। মাঝে মধ্যে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘটে ডাকাতির ঘটনাও। অবস্থা এমন যে, দেখার যেন কেউ নেই। পুলিশকে জানালে উল্টো হয়রানির শিকার ও চুরি-ডাকাতির মালামাল উদ্ধারে কোনো নজির না থাকায় ডাকাতির ঘটনা ঘটলেও থানা পুলিশকে জানাতে পুরোপুরি অনীহা প্রকাশ করছেন ভুক্তভোগীরা। এর ফলে পুরো উপজেলায় আইনশৃঙ্খলার অবনতি দেখা দিয়েছে। এর আগে কখনো সংগঠিত হয়নি এত গণডাকাতির মত ঘটনা। উপজেলার বিভিন্নস্থানে দিন দিন ডাকাতরা এতো বেপরোয়া হয়ে উঠেছে যে, সীতাকুণ্ডে এবার আরও একটি ডাকাতির মতো ঘটনা সংগঠিত হয়েছে গত মঙ্গলবার রাতেই। এই ভাবে ডাকাতির ঘটনায় জনমনে বেড়ে গেছে আতঙ্ক। অস্ত্রের মুখে জীম্মি করে কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতদল। গত মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারী) দিবাগত রাত ৩টার দিকে উপজেলার পৌরসদরস্থ শেখপাড়া এলাকার পল্লী বিদ্যুৎ অফিস সংলগ্ন আজাদী অনলাইন প্রতিনিধি সাংবাদিক সালাউদ্দিনের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় তার এক ভাই ও মেয়ের জামাইকে ছুরিকাঘাত করেছে ডাকাত দল। ১৫ জনের সশস্ত্র দল সাংবাদিক সালাউদ্দিনের বাড়ীতে প্রবেশ করে। সেখানে তাদের বাড়ীর সবাইকে মারধর, অস্ত্রের মুখে জীম্মি করে ঘরের দরজার তালা ভেঙ্গে আলমিরা খুলে তাণ্ডব চালায়। এক পর্যায়ে আলমিরা থেকে ১৫ ভরি স্বর্ণ ও নগদ এক লক্ষ ১৫ হাজার টাকা লুট করে নিয়ে যায়। সকালে খবর পেয়ে সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ভুক্তভোগী সাংবাদিক সালাউদ্দিন বলেন, শেখপাড়া এলাকায় তার বাড়ীতে রাত ৩ টার দিকে ডাকাত দল হানা দেয়। এসময় পরিবারের সদস্যদের জীম্মি করে আলমিরা ভেঙে নগদ টাকাসহ-স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে তারা। আলমিরাসহ ঘরের আসবাবপত্র তছনছ করে রাখে। এসময় তাদের বাধা দিতে গিয়ে তার ভাই রাশেল এবং মেয়ের জামাই জাহাঙ্গীরকে ছুরিকাঘাত করেছে ডাকাত দল। তারা এখন সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চিকিৎসা নিচ্ছে। ডাকাতির ঘটনার সময় সাংবাদিক সালাউদ্দিন বাসায় ছিলেন না।
উল্লেখ্য যে, গত মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) দিবাগতরাতেই উপজেলার ২নং বারৈয়াঢালা ইউনিয়নের বড়দারেগাহাট এলাকার উত্তর ফেদাইনগর গ্রামে একুশে টেলিভিশনের ডেপুটি নিউজ এডিটর ও সাংবাদিক ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক হাসান ফেরদৌসের বাড়ীসহ একরাতে তিন বাড়ীতে ডাকাতির ঘটনা ঘটে। সাংবাদিক হাসান ফেরদৌসের ঘরে ডাকাতদলের লুটপাটের দৃশ্য বিষয়ে স্থানীয় ইউপি সদস্য মোমিন জানান, রাত ৩টার দিকে ৭/৮ জনের সশস্ত্র দল সাংবাদিক হাসান ফেরদৌসের বাড়ীতে প্রবেশ করে। সেখানে তাদের বাড়ীর কেয়ারটেকার মোঃ রফিক মিয়াকে মারধর, অস্ত্রের মুখে জীম্মি করে ঘরের দরজার তালা ভেঙ্গে আলমারী খুলে তাণ্ডব চালায়। অবশ্য এ সময় বাড়ীতে সাংবাদিকের পরিবারের কেউ ছিলেন না। এখানে ডাকাতরা আশানুরূপ কিছু না পাওয়ায় পরে ডাকাত দল পার্শ্ববর্তী আমান উল্ল্যাহ মেম্বার ও নাদেরুজ্জামানের বাড়ীতে হানা দেয়। সেখানেও ঘরের দরজা ভেঙ্গে মুখোশপরা ডাকাতরা অস্ত্রের মুখে সবাইকে জীম্মি করে নগদ টাকা, স্বর্ণালঙ্কার মোবাইলসেটসহ কয়েক লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এর আগে শনিবার (৩ ফেব্রুয়ারী) আরেক দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে সীতাকুণ্ড মডেল থানা থেকে আধা কিলোমিটার উত্তরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশেই শেখ পাড়াস্থ ইট ব্যবসায়ী আবুল হাশেমের বাড়ীতে। ১৫/২০ জনের সশস্ত্র ডাকাতদল আচমকা আবুল হাশেমের বসতঘরের মুল দরজা ভেঙ্গে ৫/৬জন ভেতরে প্রবেশ করে অস্ত্রের মুখে পরিবারের সবাইকে জীম্মি করে ফেলে। ঘরে ঢুকেই ব্যবসায়ী আবুল হাসেম ও ছেলে এবং ছেলের বউসহ অন্যদের বেঁধে ফেলে। আলমিরার চাবি দিতে অস্বীকার করলে বাবা-ছেলে দুইজনকে বেধড়ক পিটুনি দেয় তারা। এক পর্যায়ে চাবি নিয়ে স্টীলের আলমিরার তালা খুলে দেড়ভরী স্বর্ণ, ইট ব্যবসার নগদ ৬০/৭০ হাজার টাকা ও ৩টি দামি মোবাইল সেট নিয়ে ডাকাতদল নির্বিঘ্নে পালিয়ে যায়। গত শুক্রবার (২ ফেব্রুয়ারী) গভীর রাতে ডাকাতি সংঘটিত হয় ১নং সৈয়দপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ডস্থ পূর্ব সৈয়দপুর গ্রামের আশু টেন্ডলের বাড়ীর আবদুল মান্নানের ঘরে। রাত ২টার দিকে ৮/১০জনের ডাকাতদল তার বসতঘরের দরজা ভেঙ্গে ঘরে ঢুকে অস্ত্রের মুখে পবিবারের নারী-পুরুষ সবাইকে জীম্মি করে চালায় ব্যাপক লুটপাট। নগদ টাকা, স্বর্ণালঙ্কার ও তিনটি মোবাইল সেটসহ প্রায় ৫/৬লাখ টাকার মালামাল নিয়ে যায় ডাকাতরা। প্রতি বছরই সীতাকুণ্ডে শীত ও শুষ্ক মৌসুমে চুরি ডাকাতি আশঙ্কাজনক হারে বেড়ে যায়। ডাকাত প্রতিরোধে আইনশৃংঙ্খলাবাহিনীর বিশেষ কোনো তৎপরতা না থাকায় চরম আতঙ্ক ভর করেছে এলাকাবাসীর মধ্যে। উপজেলার বিভিন্ন স্থানের জনপ্রতিনিধি ও ভুক্তভোগীরা জানান, এখন প্রায় রাতে কোথাও না কোথাও চুরি ডাকাতির ঘটনা ঘটছে। একটি ডাকাতির ঘটনা সংগঠিত হওয়ার সাথে সাথে যদি এই ডাকাতির ঘটনায় জড়িত চক্রটি আইনশৃঙ্খলা বাহিনী ধরতে পারত তাহলে এটি এখন চরম আকার ধারণ করত না। উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের শীতলপুর মদন হাট সাইনবোর্ড এলাকায় গতমাসের (১১ জানুয়ারী) একরাতে ৪টি গরু চুরি হয়েছে। অনেক কষ্ট করে লালন-পালন করে বিক্রিযোগ্য করা ৪টি গরু হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক সাইফুল, মনোয়ারা ও নুরুল ইসলাম। এগুলোকে মোটাতাজা করতে প্রায় লক্ষাধিক টাকা ব্যয় হয়েছে তাদের। চুরি হওয়া চারটি গরুর মূল্য আনুমানিক ৫ লাখ টাকা হবে বলে জানান তারা। গরু চুরি বৃদ্ধি হওয়ায় আতঙ্কিত হয়ে পড়েছেন অন্য কৃষকরাও। সম্প্রতি মুরাদপুর এলাকায় ৫/৬টি গরু চুরির ঘটনা ঘটেছে। এলাকায় একের পর এক ডাকাতির ঘটনায় সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ কামাল উদ্দিনের প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ডাকাতির ঘটনায় সংবাদ পেয়ে আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি।ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করলে ডাকাতির বিষয়টি তদন্ত করে দেখবো এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো। চুরি ডাকাতিসহ যে কোনো অপরাধীদের ধরতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

 


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!