ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

দাকোপের বাজুয়ায় মতুয়া সম্প্রদায়ের বাৎসরিক মহোৎসব উদযাপিত

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১০:১৭ অপরাহ্ণ
Link Copied!

ঢাক ঢোল বাজিয়ে এবং র‍্যালির মধ্য দিয়ে খুলনার দাকোপের বাজুয়ার চড়াঁর ধার শীতলাবাড়ি হরি মন্দিরের উদ্যোগে মহোৎসব করেছে সনাতন ধর্মের মতুয়া মতাবলম্বীরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মতুয়াচার্য্য নিরা গোসাই ও তার যোগ্য শিষ্য পলাশ গোসাই। , ১১ ফ্রেব্রুয়ারী’২৪ রবিবার দাকোপের বাজুয়া এলাকায় হরি গুরুচাদ মতুয়া সম্প্রদায়ের উদ্যোগে এই মহোৎসব অনুষ্ঠিত হয়। উৎসব উপলক্ষে বিভিন্ন প্রান্ত থেকে ওই সম্প্রদায়ের অনুসারীরা নগরীর বাজুয়া চড়ারবাঁধ এলাকায় শীতলাবাড়ি হরি মন্দির এলাকায় সমবেত হন। তারা নেচে-গেয়ে ডঙ্কা বাজিয়ে হরিবল হরিবল ধ্বনীতে হরিচাঁদ ঠাকুরের জয়গানে মূখরিত করে নিরা গোসাই কে বরন করে নেন। পরে একটি র‌্যালি এলাকার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শীতলাবাড়ি হরি মন্দির প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। মহোৎসবে অংশগ্রহণকারী বিভিন্ন মতুয়া দল কীর্তন গান করেন এবং হাজার হাজার ভক্তের মাঝে অন্ন প্রসাদ তৈরী করে বিতরন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন হরি মন্দিরের সভাপতি বিমল রায়, সাধারন সম্পাদক সুশান্ত হালদার, সজল ব্রহ্মচারী, রনজিত মন্ডল, সমর হালদার, জিকো মন্ডল, পলাশ রায়, সুজিত মল্লিক, সন্জয় হালদার,,জগবন্ধু মন্ডল, তাপস মিস্ত্রী, অমর হালদার সহ আরো অনেকে।

Don`t copy text!