ঢাকাসোমবার , ১২ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

চাঁদপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চাঁদপুর

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ১২, ২০২৪ ১০:১৩ অপরাহ্ণ
Link Copied!

 

নিয়মিত পরিদর্শনের অংশ হিসেবে অদ্য ১২ ফেব্রুয়ারি ২০২৪ তারিখ চাঁদপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন চাঁদপুর জেলার সম্মানিত জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব কামরুল হাসান।
এসময় “জীবনকে ভালোবাসুন, মাদক থেকে দূরে থাকুন” প্রতিপাদ্যে জেলখানায় কারাবন্দিদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাদকবিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর জেলার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জনাব মোহাম্মদ সাইফুল ইসলাম, বিপিএম, পিপিএম, পুলিশ সুপার, চাঁদপুর, ডাঃ মোহাম্মদ সাহাদাৎ হোসেন, সিভিল সার্জন, চাঁদপুর, জনাব মোহাম্মদ মুস্তাফিজুর রহমান, উপ-পরিচালক, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, চাঁদপুর, জেল সুপার জনাব মোহাম্মদ ফোরকান ওয়াহিদসহ জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁদপুর জেলার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব এ.এস.এম. মোসা।
চাঁদপুর জেলা কারাগার পরিদর্শন করেছেন বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট চাঁদপুর।
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় জেল সুপার সহ জেলা কারাগারের অন্যান্য কর্মকর্তাদের এবং বন্দীদের সাথে কথা বলে সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবহিত হন। পাশাপাশি মাদকের ক্ষতিকর ও কুফল সম্পর্কে বন্দীদের অবহিত করেন এবং তারা যেন কারামুক্তি লাভ করার পর ভবিষ্যতে মাদক ব্যবসা বা মাদক সেবনের সাথে যুক্ত না হয়ে সমাজে স্বাভাবিক জীবন-যাপনে ফিরে আসেন সে বিষয়ে গুরুত্বারোপ করেন।

Don`t copy text!