ফেনীর ছাগলনাইয়া কৃষিজমির টপসয়েল (জমির উপরিভাগের উর্বর মাটি) কেটে বিক্রির অপরাধে এক মাটি ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারী) উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধার মানিক গ্রামে টপ সয়েল কাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে দেলোয়ার হোসেন মজুমদার এর ছেলে মাটিখেকো শরীফুল ইসলামকে নগদ ৫০ হাজার টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও মোবাইল কোর্ট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম।
মোবাইল কোর্ট এর নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরুল ইসলাম জানান, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ১৫ ধারা মোতাবেক কৃষি জমির উর্বর মাটি কাটার অপরাধে তাকে অর্থদন্ড করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।