বুধবার, ০৪ ডিসেম্বর ২০২৪, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
শিরোনাম
নবীনগরে মোটরসাইকেল দূর্ঘটনায় কলেজ ছাত্র নিহত কুলিয়ারচরে মেসার্স সালমান এন্টারপ্রাইজের উদ্বোধন সিরাজদিখানে স্মার্ট কার্ড বিতরণ উপজেলা পরিষদে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো বিজয়ীর ফাউন্ডার তানিয়া ইশতিয়াক  ঠাকুরগাঁও পাক হানাদারমুক্ত দিবস আজ ভোটার তালিকা হালনাগাদে বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবে নির্বাচন কমিশন (ইসি) ঠাকুরগাঁওয়ের গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রইছ উদ্দীন সাজু মাষ্টার কে কুপিয়েছে দূর্বৃত্তরা ব্যস্ত প্রবাস জীবনে আমিরাতে বাংলাদেশ লেডিস ক্লাবের বাৎসরিক বনভোজন ও পিঠা উৎসব ঠাকুরগাঁওয়ে সীমান্ত অতিক্রমকালে বাংলাদেশী যুবক গ্রেফতার ঠাকুরগাঁওয়ে অনুর্দ্ধ-১৮ জাতীয় ক্রিকেট টুর্নামেন্ট উদ্বোধন ঠাকুরগাঁওয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশনের দ্বি-বার্ষিক সম্মেলন চিন্ময় কৃষ্ণদাস এর মুক্তির দাবিতে হামলার ঘটনায় ঠাকুরগাঁওয়ে মারপিট ও ভাংচুরের ঘটনায় মামলা : গ্রেফতার-২৩ কুলিয়ারচরে ৪ ইউপি চেয়ারম্যান অপসারণ, অফিস আদেশ জারি আবুধাবির লিওয়া এলাকায় বিদ্যুৎ স্পষ্ট হয়ে মৃত্যুবরণ করেন প্রবাসী মোহাং শাহিন আলম। মুক্তি পাচ্ছে শওকত সজল অভিনীত ‘ভয়াল’
বিজ্ঞপ্তি :
বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রানালয়ে আবেদনকৃত।

সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

মো: আবদুল কাদের, রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি / ২৬৯ সংবাদটি পড়েছেন
প্রকাশ: বৃহস্পতিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৪, ৮:০৮ অপরাহ্ণ

 

উৎসব মুখর মুখর পরিবেশে লক্ষ্মীপুরের রায়পুরে সাগরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার  (৮ ফেব্রুয়ারি) সকালে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন অত্র স্কুলের প্রধান শিক্ষক আলী হায়দার সোহাগ। পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। প্রতিযোগিতা অনুষ্ঠানে দৌড়, বিস্কুট বি দৌড়, হাড়ি ভাঙ্গা, অংক দৌড়, যেমন খুশি তেমন সাজ সহ বিভিন্ন ইভেন্টে খেলাধুলা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আব্দুর রহিমের সঞ্চলনায়, অত্র বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি রিয়াজ উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা শিক্ষা অফিসার মো: মঈনুল ইসলাম, বিশেষ অতিথি সহকারী শিক্ষা অফিসার কামরুল হাসান ও বামনী ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক আবুল হাসনাত সুমন পাটওয়ারী,রায়পুর প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি বিশিষ্ট সাংবাদিক আবদুল করিমসহ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী ও সকল শিক্ষক এবং অভিভাবকগন উপস্হিত ছিলেন।

অনুষ্ঠানে আগত বক্তরা বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি খেলাধুলা ও বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের  উপর জোর দিতে হবে। এবং প্রতিমাসে ছাত্র/ছাত্রীদের লেখাপড়ার অগ্রগতি ও অবনতি সম্পর্কে অভিভাবকদের অবহিত করার জন্য শিক্ষকদের অনুরোধ করেন। অনুষ্ঠান শেষেদ বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

অত্র স্কুলের প্রধান শিক্ষক আলী হাদয়ার সোহাগ বলেন,
বাংলাদেশ এখন বিশ্বের বহু দেশের কাছে অনুকরণীয়। সাক্ষরতার হার বৃদ্ধি, বিদ্যালয়ের ভর্তির হার শতভাগ, ছাত্রছাত্রীর সমতা, নারীশিক্ষার অগ্রগতি, ঝরে পড়ার হার দ্রুত কমে যাওয়াসহ শিক্ষার অধিকাংশ ক্ষেত্রেই রোল মডেল এখন বাংলাদেশ। আমাদের প্রতিষ্ঠানে পড়া শোনার পাশাপাশি ছাত্র/ছাত্রীদের মেধা বিকাশের জন্য আমরা বিভিন্ন সময় সাংস্কৃতিক অনুষ্ঠানসহ খেলাধূলার আয়োজন করে থাকি। আমাদের প্রতিষ্ঠানের পড়াশোনার ধারাবাহিকতা ধরে রাখার কারনে উপজেলায় শেষ্ঠ শিক্ষক হিসাবে নির্বাচিত হয়েছি।  ইনশাআল্লাহ আমাদের প্রতিষ্ঠানের এই ধারাবাহিকতা আগামী দিনেও অব্যাহত থাকবে।


এ বিভাগের আরও সংবাদ

আর্কাইভ

এক ক্লিকে বিভাগের খবর
Don`t copy text!
Don`t copy text!