ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

বিএসটিআই এর সিএম লাইসেন্স না থাকায় এক লক্ষ টাকা জরিমানা

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৮:০২ অপরাহ্ণ
Link Copied!

 

চট্টগ্রামের সীতাকুণ্ডে মোবাইল কোর্ট কার্যক্রম পরিচালনা করে একটি প্রতিষ্ঠানকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৬ ফেব্রুয়ারী) সকাল ১১ টার সময় সীতাকুণ্ড উপজেলা প্রশাসন এবং বিএসটিআই বিভাগীয় কার্যালয় চট্টগ্রামের সমন্বয়ে উপজেলার বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এসময় সীতাকুণ্ডস্থ নীল প্রিমিয়াম ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানটিকে বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ১লক্ষ টাকা জরিমানা করা হয়। উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করেন সীতাকুণ্ড উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন। সার্বিকসহযোগীয় প্রসিকিউটর হিসেবে অংশগ্রহণ করেন প্রকৌশলী মোঃ মাহফুজুর রহমান, ফিল্ড অফিসার (সিএম) এবং প্রকৌশলী মোঃ জিল্লুর রহমান, পরিদর্শক (মেট্রোলজি) ও সীতাকুণ্ড মডেল থানা পুলিশ। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলাউদ্দিন বলেন, বিএসটিআই এর সিএম লাইসেন্স গ্রহণ ব্যতীত স্ট্যান্ডার্ড মার্ক ব্যবহারের অপরাধে বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী নীল প্রিমিয়াম ড্রিংকিং ওয়াটার নামক প্রতিষ্ঠানটিকে এক লক্ষ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটিকে সিলগ্যালা করা হয়েছে। এধরণের অভিযান প্রতিনিয়ত চলমান থাকবে।

Don`t copy text!