ঢাকামঙ্গলবার , ৬ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

ঘুষের স্বর্গরাজ্য মহামায়া ইউনিয়ন ভূমি অফিস

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ৬, ২০২৪ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

অনিয়ম, দুর্নীতি ও ঘুষের স্বর্গরাজ্য পরিনত হয়েছে ফেনীর ছাগলনাইয়া মহামায়া ইউনিয়ন ভূমি অফিস। সরকারি নির্দেশনা ও নিয়মনীতি তোয়াক্কা না করে একের পর এক অনিয়ম করে যাচ্ছে ভুমি কর্মকর্তা আবদুল হক। নিয়মিত অফিসে না আসা, আসলেও নিদ্রামগ্ন সহ নানা অভিযোগ এ ভূমি কর্মকর্তার বিরুদ্ধে।

খাজনা, নামজারি সহ কাগজপত্র উঠাতে নামাতে দিতে হয় ঘুষ। না দিলে সময়ক্ষেপণ করা সহ লাঞ্ছিত হতে হয় সেবাপ্রার্থীরা এমনটাই অভিযোগ করেন ভূমি অফিসে আসা সেবাপ্রার্থীরা।

মঙ্গলবার সকালে ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শনে জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার আসলে স্থানীয় জনপ্রতিনিধি সহ ভুক্তভোগীরা এ অভিযোগ তুলে ধরেন।

এবিষয়ে ইউনিয়ন ভূমি কর্মকর্তা আবদুল হকের কাছ থেকে অভিযোগের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমি জবাবদিহি দিতে হলে উর্ধতন কর্মকর্তাকে দিব কোন সাংবাদিককে নয়। এসময় সাংবাদিকদের ম্যানেজ করারও চেষ্টা করেন তিনি।

স্থানীয় ইউপি চেয়ারম্যান শাহজাহান মিনু দৈনিক বাংলার অধিকার কে জানান, তাঁর বিরুদ্ধে অনেক অভিযোগ জানতে পেরেছি। দুই মহিলা থেকে ১৫ হাজার টাকা ঘুষ নিয়েছে। তিনি তো ইউনিয়ন পরিষদকে কোন তোয়াক্কা করেনা। তাঁর ঘুষ বানিজ্য অনিয়মকে নিয়মিত করে পেলেছে।

জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার জানান, তাঁর বিরুদ্ধে ঘুষ অনিয়ম দুর্নীতির অনেক অভিযোগ স্থানীয় প্রতিনিধি সহ ভুক্তভোগীদের কাছ থেকে সরাসরি শুনেছি। এবিষয়ে খতিয়ে দেখা হবে দোষী হলে প্রশাসনিক ভাবে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।

Don`t copy text!