প্রচার প্রচারনায় ব্যাস্ত সাবেক ছাত্রনেতা জাকির হোসেন প্যারট
আসন্ন শ্রীনগর উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে পূর্ব থেকেই প্রচার প্রচারনা চালিয়ে যাচ্ছেন শ্রীনগর সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ওউপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ছাত্রনেতা জাকির হোসেন প্যারট(এল,এল,বি)
তরুন প্রজন্মের কাছে ইতিমধ্যে গ্রহন যোগ্যতা ও রয়েছে তার,তৃনমুল মানুষের কাছে গিয়ে উপজেলার বিভিন্ন ইউনিয়ন এর ওয়ার্ডে ওয়ার্ডে পাড়া মহল্লার দোকানে, গিয়ে নিজের প্রার্থীতার কথা জানান দিচ্ছেন তিনি,ভোটারদের কাছে ভোট ও মুরব্বিদের কাছে দোয়া নিচ্ছেন তিনি।
এ বিষয়ে ভাইস চেয়্যারম্যান পদপ্রার্থী জাকির হোসেন প্যারট (এল,এল,বি)বলেন,ছাত্ররাজনীতি থেকে শুরু করলেও সকল শ্রেনী পেশার মানুষের সাথে মিশেআছি,দলীর রাজনীতি করলেও সর্ব দলের লোকদের ভালোবাসা পেয়ে এসেছি,এবার আমার উপজেলার মানুষের সেবা করতে চাই,সর্বস্তরের মানুষের পাশে থাকতে চাই,আমার বিশ্বাস এবার উপজেলার সকল স্তরের মানুষ এ নির্বাচনে আমাকে তাদের সেবা করতে আমাকে ভাইস চেয়ারম্যান হিসেবে বিজয়ী করবে, সেবা করার সুযোগ দিবে।