ঢাকারবিবার , ৪ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

আশুলিয়ায় জুট ব্যবসাকে কেন্দ্র করে ৭ জনকে কুপিয়ে জখম

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ৪, ২০২৪ ২:০৪ অপরাহ্ণ
Link Copied!

 

জুট ব্যবসা দখলকে কেন্দ্র করে সাভারের আশুলিয়ায় সাতজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করেছে দুর্বৃত্তরা

৪ ফেব্রুয়ারি, রবিবার সকালে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এঘটনা ঘটে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে শ্রীপুর এলাকায় একটি গার্মেন্টসে জুট ব্যবসা করে আসছিল সায়েম নামের এক ব্যবসায়ী। পরে আজ সকালে তিনি জুট বের করতে গেলে একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে তার উপর হামলা চালায় জুট ব্যবসা দখলের জন্য। এসময় বাধা দিলে সন্ত্রাসীরা ব্যবসায়ী সায়েমের প্রায় সাত জন কর্মচারীকে কুপিয়ে ও পিটিয়ে জখম করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন লুটপাট করে পালিয়ে যায়। পরে ওই ব্যবসায়ীর জুটের গাড়ি ইউপিজেড এলাকায় পৌঁছলে সন্ত্রাসীরা আবারও জুটের গাড়ি আটক করে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে আহতদের দ্রুত উদ্ধার করে চিকিৎসার জন্য শ্রীপুর এলাকায় হালিম জেনারেল হাসপাতালে ভর্তি করে।

এ বিষয়ে আশুলিয়া থানার ওসি এফ এম সায়েদ বলেন,অভিযোগ হয়েছে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Don`t copy text!