চট্টগ্রামের পাহাড়ে ঘেরা সবুজ ক্যাম্পাস আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)-এ আই-ইইই কম্পিউটার সোসাইটির আইআইইউসি এসবিসি এর উদ্যোগে “নেক্সট বিগ অপর্চুনিটি ইন ইনফরমেশন টেকনোলজি ইন্ডাস্ট্রি” শিরোনামে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩ ফেব্রুয়ারী) আইআইইউসি সেন্ট্রাল অডিটোরিয়ামে এই সেমিনার অনুষ্ঠিত হয়। শিক্ষার্থীদের জন্য আয়োজিত এই সেমিনার টি মূলত ছিলো স্থানীয় ও আন্তর্জাতিকভাবে আইটিতে কি ধরনের চাকরির খাত রয়েছে এবং বর্তমান বিশ্বে এদের চাহিদা কেমন, এ বিষয়ে বিশদ আলোচনা করা। সেমিনারটির আলোচনার বিষয় ছিলো ৫টি-আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স/কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, এআর/ভিআর, রোবোটিক্স ও স্পেস টেকনোলজি/মহাকাশ প্রযুক্তি। পবিত্র কোরআন তেলাওয়াত ও জাতীয় সংগীতের মাধ্যমে সেমিনারটির যাত্রা শুরু হয়। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এর উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা। সেমিনারের স্বাগত বক্তব্য রাখেন আই-ইইই কম্পিউটার সোসাইটি আইআইইউসি এসবিসির চেয়ারপারসন মোহাম্মদ সাজ্জাদ গনী শোভন। সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন আই-ইইই সিএস আইআইইউসি এসবিসির স্টুডেন্ট ব্রাঞ্চ কাউন্সেলর ও ইইই ডিপার্টমেন্টের চেয়ারম্যান এবং এসোসিয়েট প্রফেসর ইয়াসির আরাফাত, আইআইইউসির প্রক্টর ও ইএলএল ডিপার্টমেন্টের এসোসিয়েট প্রফেসর মোঃ ইফতেখার উদ্দিন, সিএসই ডিপার্টমেন্টের চেয়ারম্যান ও এসোসিয়েট প্রফেসর ড. মোঃ আমান উল্লাহ ও আইকিউএসির ডিরেক্টর প্রফেসর ড. মোঃ দেলোয়ার হোসেন। প্রধান অতিথি আইআইইউসির উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মছরুরুল মওলা’র মাধ্যমে অতিথিদের ক্রেস্ট দিয়ে সম্মান জানানো হয়, তাদের উপস্থিতি এবং মূল্যবান সময় দেয়ার জন্য। সেমিনারে সেশন চেয়ার হিসেবে ছিলেন সিএসই ডিপার্টমেন্টের প্রফেসর ও আই-ইইই সিএস আইআইইউসি এসবিসি এর উপদেষ্টা ও কো-অর্ডিনেটর মোহাম্মদ শামসুল আলম। তিনি সকলের উদ্দেশ্যে প্রযুক্তি ও এর প্রসার নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। সেমিনারের টেকনিক্যাল সেশন শুরু হয় অনুষ্ঠানের কীনোট স্পিকার আ্যামাজন ওয়েব সার্ভিস(AWS) সলিউশনস আর্কিটেকচার এর লিডার মোহাম্মদ মাহদি উজ্জামান এর মূল্যবান বক্তব্যের মধ্য দিয়ে। তিনি বর্তমান বিশ্বের টেকনোলজিতে সবচেয়ে চাহিদাপূর্ণ ক্যারিয়ার সমূহ নিয়ে বিশদ আলোচনা করেন। তারপর প্যানেল ডিসকাশন মডারেটর হিসেবে বাংলাদেশ ইনোভেশন ফোরাম এর প্রেসিডেন্ট ও ই-সফট এর সিইও আরিফুল হাসান অপু টেকনিক্যাল সেশনটি পরিচালনা করেন। প্যানেল ডিসকাশনের সম্মানিত অতিথি ও স্পিকারদের মধ্যে ছিলেন আইডিইবি রিসার্চ এন্ড টেকনোলজি ইন্সটিটিউট এর ডিরেক্টর, স্ট্রেইট সলিউভেশনস এর সিটিও ও কো-ফাউন্ডার, প্রোগ্রেস গ্রুপের চীফ ইনোভেশন অফিসার জুবায়ের আল বিল্লাল খান, সিএসই ডিপার্টমেন্টের এমসিএসই প্রোগ্রাম কো-অর্ডিনেটর ও এসোসিয়েট প্রফেসর ড. মুহাম্মদ জামশেদ আলম পাটোয়ারী, রোবাস্ট রিসার্চ এন্ড ডেভেলপমেন্ট লিমিটেডেের ম্যানেজিং ডিরেক্টর আলিদ হাসান আকাশ ও ধুমকেতু-এক্স এর সিনিয়র ম্যাশিন লার্নিং ইঞ্জিনিয়ার সারা করিম। উৎসুক শিক্ষার্থীদের প্রশ্ন-উত্তর আদান-প্রদানের মাধ্যমে সম্পূর্ণ টেকনিক্যাল সেশনটি সুন্দরভাবে পরিচালিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন আই-ইইই কম্পিউটার সোসাইটি আইআইইউসি স্টুডেন্ট ব্রাঞ্চ চাপ্টার এর জেনারেল সেক্রেটারি রাশেদুল আরেফিন ইফতি। সর্বশেষে সকলকে ধন্যবাদ জানিয়ে আই-ইইই কম্পিউটার সোসাইটি আইআইউসি এসবিসি র ভাইস-চেয়ারম্যান তাকিয়া সুলতানা নোভা সেমিনারটি শেষ করেন।