ঢাকাশুক্রবার , ২ ফেব্রুয়ারি ২০২৪
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতিহাস
  9. এক্সক্লুসিভ নিউজ
  10. কক্সবাজার
  11. কচুয়া
  12. কবিতা
  13. কিশোরগঞ্জ
  14. কুড়িগ্রাম
  15. কুমিল্লা
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে ছিন্নমূল ভাসমান মানুষের মাঝে শীতবস্ত্র হিসেবে সোয়েটার দিল পুলিশ

প্রতিবেদক
majedur
ফেব্রুয়ারি ২, ২০২৪ ৬:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

 

কুড়িগ্রামে গত দুই সপ্তাহ ধরে তাপমাত্রা নিম্নগামী থাকছে। এই ঠান্ডায় যাতে ছিন্নমূল ও ভাসমান মানুষজন যাতে কষ্ট না পায় এ জন্য রৌমারী থানা পুলিশ রাতের আঁধারে প্রায় অর্ধশত মানুষের মাঝে গরম কাপড় হিসেবে সোয়েটার বিতরণ করেছে।

বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিষয়টি জানিয়েছেন রৌমারী থানা পুলিশ। এর আগে বুধবার (৩১ জানুয়ারি) রাতভর উপজেলার রৌমারী বাজার, কর্তৃমারী বাজার, সায়েদাবাদ বাজার, বরাইকান্দি বাজার, দাঁতভাঙ্গা বাজার ও সালুর মোর এলাকায় এসব সোয়েটার বিতরন করেন তারা। কুড়িগ্রাম জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার উলিপুর সার্কেল মোঃ মহিবুল ইসলামের সহযোগিতায় এসব বিতরণ করা হয়।

রৌমারী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান জানান, জেলায় তো এবার ঠান্ডায় জেলা পুলিশ বিভিন্ন এলাকায় শীতবস্ত্র বিতরণ করেছে। কম্বলের পাশাপাশি এবার আমরা রৌমারীতে ছিন্নমূল ভাসমান মানুষের মাঝে রাতভর সোয়েটার বিতরণ করেছি। সারারাত ধরে এমন কাজ করতে পেরে আসলেই খুবই ভালো লাগছে।

Don`t copy text!